Advertisement
E-Paper

দুই দিনাজপুরে অভিষেক। আরও শীত দক্ষিণের জেলায়। আউট্রাম ঘাটের অস্থায়ী শিবিরের উদ্বোধনে মমতা। আর কী কী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে দুই দিনাজপুরে। ভিন্‌রাজ্যে আক্রান্ত হওয়া দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও যাওয়ার কথা তাঁর। সেই খবরে নজর থাকবে আজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

চলতি জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কর্মসূচি রয়েছে দুই দিনাজপুরে। কলকাতা থেকে প্রথমে তাঁর হেলিকপ্টারে যাওয়ার কথা বালুরঘাটে। সেখানকার হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি মিলিত হবেন ‘এসআইআর আতঙ্কে মৃত’দের পরিবারের সঙ্গে। তার পর ভিন্‌রাজ্যে আক্রান্ত হওয়া দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও যাওয়ার কথা তাঁর। সেই সাক্ষাতের পর অভিষেকের রোড শো রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে। সেই খবরে নজর থাকবে আজ।

আগামী দিনে আরও জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সেই শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। উত্তরবঙ্গেও দাপট থাকবে কুয়াশার। দৃশ্যমানতা নামতে পারে অনেকটাই। আগামী চার দিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে মঙ্গলবার কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে কলকাতায় যে সব সরকারি অস্থায়ী শিবির তৈরি হয়েছে, আজ বিকেলে সেই প্রস্তুতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও ৮ জানুয়ারি ওই শিবিরগুলির উদ্বোধন করার কথা তাঁর। কিন্তু মঙ্গলবার গঙ্গাসাগর থেকে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আজ আউট্রাম ঘাটের অস্থায়ী শিবিরের উদ্বোধন করবেন। তাই পূর্ত দফতর ও কলকাতা পুরসভার তরফে শিবির শুরুর কাজে গতি আনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রোড্রিগেস। তবে ট্রাম্প ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, এখনই ভেনেজ়ুয়েলায় নির্বাচন হতে দিতে তিনি‌ চান না।‌ ট্রাম্পের দাবি, নির্বাচনের আগে সে দেশে সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্য দিকে, কারাকাসে মার্কিন হানার পরে ট্রাম্পের প্রশংসায় মুখ খুলেছেন ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। যদিও ট্রাম্প আগেই বলেছেন, মাচাদো ভাল মানুষ হলেও দেশ চালানোর উপযোগী নন। মাদুরো-বিরোধী নেত্রী মাচাদোর জনপ্রিয়তা কতটা রয়েছে, তা নিয়েও সংশয়ী ট্রাম্প। তবে নোবেল নিয়ে মাচাদোর মন্তব্যের পর ট্রাম্পের অবস্থান বদলায় কি না, সে দিকে নজর থাকবে। একই সঙ্গে নজর থাকবে দক্ষিণ আমেরিকার অপর এক দেশ কলম্বিয়ার দিকেও। এই দেশের সরকারের উপরেও অসন্তোষ রয়েছে ট্রাম্পের। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নামোল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জবাব দিয়েছেন পেট্রোও। এই সংক্রান্ত খবরেও নজর থাকবে।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে গিয়েছে বৈভব সূর্যবংশীর ভারত। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ভারত ২-০ এগিয়ে। আজ তৃতীয় ম্যাচ। বৈভবের দল কি পারবে দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করতে? সিরিজ়ের শেষ ম্যাচ দুপুর ১টা থেকে।

সিডনি টেস্টের চতুর্থ দিন। ম্যাচে জাঁকিয়ে বসেছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৩৪ রানে এগিয়ে রয়েছেন আয়োজকেরা। স্মিথদের হাতে এখনও ৩ উইকেট। ১২৯ রানে অপরাজিত অজি অধিনায়ক। বেন স্টোকসেরা কি পারবেন লড়াইয়ে ফিরতে? পাঁচ টেস্টের সিরিজ়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে রয়েছেন স্টোকসেরা।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় প্রতিবাদী বাংলাদেশ। সরকারের নির্দেশে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। জয় শাহের আইসিসির কাছে ম্যাচের স্থান পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। আইসিসি কি বাংলাদেশের অনুরোধে সাড়া দেবে?

News of the Day Abhishek Banerjee Weather Update Gangasagr Mela Mamata Banerjee US-Venezuela Conflict India South Africa Match sydney test Mustafizur Rahman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy