Advertisement
E-Paper

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ। বিজেপির বন্দে মাতরম কর্মসূচি। আর কী নজরে

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। ১২,৫১৪টি শূন্যপদ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ০৭:৪৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। ২৬ হাজার চাকরি বাতিলের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ১৪ সেপ্টেম্বর এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীও ছিলেন। একাদশ-দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদ রয়েছে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নামের সম্পূর্ণ তালিকা আজ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে ফলপ্রকাশের সময় নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। পরীক্ষার দু’মাসের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।

আজ গোটা দেশে বিজেপি পালন করবে ‘বন্দে মাতরম’ রচনার সার্ধশতবর্ষ। ১৮৭৫ সালকে এই গানের রচনাকাল হিসাবে ধরা হয়। পরে ‘আনন্দমঠ’ উপন্যাসের অংশ হিসাবে গানটি প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে। কিন্তু উপন্যাস বাদে শুধু গানটির রচনাকাল হিসাব করলে এ বছর রচনাটির ১৫০ বছর পূর্তি। তাই আজ থেকে আগামী এক বছর ধরে বিজেপি গোটা দেশেই ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ পালন করবে। পশ্চিমবঙ্গেও বিজেপির প্রথম সারির প্রত্যেক নেতা আজ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য হুগলির জোড়াঘাটের বন্দে মাতরম ভবনের কর্মসূচিতে। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় ‘বন্দে মাতরম’ রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বসতভিটা, সেখানে থাকবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার কলেজ স্ট্রিটে আয়োজিত কর্মসূচিতে থাকবেন। উত্তর চব্বিশ পরগনার বারাসতে কর্মসূচি পালন করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিংহ থাকবেন মুর্শিদাবাদের লালবাগে।

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার সাধারণ মানুষেরা সরাসরি নিজেদের অভিযোগ এবং সমস্যা জানাতে পারেন মেয়রকে। এই কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। সেখানে কী কী বিষয় উঠে আসে, মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে আজ।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ় আর হারার সম্ভাবনা নেই সূর্যকুমার যাদবের দলের। অস্ট্রেলিয়াকে সিরিজ় বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততেই হবে। শনিবার পঞ্চম ম্যাচ ব্রিসবেনে। মাঝে আজ এক দিনের বিশ্রাম। দুই দলের খবর।

বিশ্বকাপ জেতার পর ভারতের মহিলা ক্রিকেট দল বুধবার দেখা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিবার তাদের সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। আজ হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের নিজের শহরে ফেরার কথা। ফিরবেন বাংলার রিচা ঘোষও। ভারতের বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দলের সব খবর।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রান পেলেন না ঋষভ পন্থ। ২০ বলে ২৪ রান করে আউট হন তিনি। তবে রান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে থাকা ধ্রুব জুরেল। রান পাননি বাংলার অভিমন্যু ঈশ্বরণও। ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের চার দিনের টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে। প্রথম টেস্টে জিতে ভারত এ সিরিজ়ে এগিয়ে রয়েছে।

আপাতত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ বেশির ভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। বঙ্গবাসীর মনে এখন প্রশ্ন, শীতের আমেজ মিলবে কবে? আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

News of the Day WBSSC Vandemataram Bankim Chandra Chattopadhyay BJP Suvendu Adhikari Sukanta Majumdar Talk to Mayor FirhadHakim T 20 Series India vs Australia 2025 India Women Cricket team test cricket India vs South Africa Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy