Advertisement
E-Paper

ভোটার তালিকা বিতর্কে সংসদ কি আবার অশান্ত। দোল উপলক্ষে মিলন উৎসবে মুখ্যমন্ত্রী মমতা। আর কী কী

একই এপিক নম্বরে একাধিক ভোটার পরিচয়পত্র নিয়ে দেশ উত্তাল। বিরোধীরা নির্বাচন কমিশনের পাশাপাশি এই প্রশ্নে কোণঠাসা করার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৬:২৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটার তালিকা বিতর্কে সংসদ কি আবার অশান্ত, কী হবে বিধানসভায়

একই এপিক নম্বরে একাধিক ভোটার পরিচয়পত্র নিয়ে দেশ উত্তাল। বিরোধীরা নির্বাচন কমিশনের পাশাপাশি এই প্রশ্নে কোণঠাসা করার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন তা এখন সংসদকেও সরগরম করে রেখেছে। তৃণমূল তো বটেই, বিরোধীদলগুলি কেন্দ্রের সরকারের সমালোচনার পাশাপাশি সংসদেও সরব হয়েছে। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়া ইস্তক এই প্রশ্নেই গত দু’দিন বার বার মুলতুবি করে দিতে হয়েছে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। আজও এ নিয়ে বিতর্ক জমে উঠতে পারে সংসদে। অন্য দিকে, পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন আজ। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব ছাড়া থাকবে উল্লেখ পর্ব। দ্বিতীয় দফায় বাজেট নিয়ে আলোচনা হবে। তাঁকে সাসপেন্ড করা হলেও বিধানসভায় আজ থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

‘দোলযাত্রা ও হোলির মিলন উৎসব’-এ মুখ্যমন্ত্রী মমতা

আসন্ন দোলযাত্রা ও হোলি উপলক্ষে কলকাতা পুরসভার তরফে এক মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। আজ ভবানীপুর বিধানসভা এলাকার ধনধান‍্য প্রেক্ষাগৃহে হবে এই উৎসব। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ অন্যেরা। এই প্রথম কলকাতা পুরসভা এমন মিলন উৎসবের আয়োজন করছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানে ট্রেন অপহরণ পরবর্তী পরিস্থিতি কোন দিকে

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করে স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)। ট্রেনের ৫০০ যাত্রীর মধ্যে অন্তত ১৮২ জনকে তারা পণবন্দি করেছে বলে পাক সেনার দাবি। আজ এই খবরে নজর থাকবে।

কুর্দদের সঙ্গে চুক্তি সরকারের, সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি

সিরিয়ার উত্তর-পূর্ব ভাগের উপরেও এ বার নিয়ন্ত্রণ পেয়ে গেল সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দের নেতৃত্বাধীন সরকার। উত্তর-পূর্বের যে অংশ এত দিন বিদ্রোহী কুর্দদের হাতে ছিল, তার নিয়ন্ত্রণ নেবে অন্তর্বর্তী সরকার। ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এত দিন ছিল সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের হাতে। তাদের সঙ্গে একটি চুক্তি করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। চুক্তি অনুসারে, সিরিয়ার উত্তর-পূর্বের যে অংশ এত দিন বিদ্রোহী কুর্দদের হাতে ছিল, তার নিয়ন্ত্রণ নেবে অন্তর্বর্তী সরকার। সিরিয়ার অন্তর্বর্তী সরকার ওই অঞ্চলে কুর্দদের ‘সাংবিধানিক অধিকার’ মেনে নেবে। অন্য দিকে, গত সপ্তাহ থেকে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘাত চলছে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামীদের। এই সংঘাতের আবহে সিরিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

গ্রিনল্যান্ডে ভোটের ফল, কেমন প্রতিক্রিয়া ট্রাম্পের

উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডে মঙ্গলবার নির্বাচন হয়েছে। আধা স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে ইউরোপীয় দেশ ডেনমার্ক। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশটিকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছেন। ডেনমার্কের সঙ্গে তা নিয়ে কথাও বলেছেন তিনি। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এতে আগ্রহী নন। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে টানাপড়েনের মাঝেই আজ নির্বাচনের ফল জানা যাবে। এ বারের নির্বাচনে ছ’টি দলের মধ্যে পাঁচটি দলই ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রিনল্যান্ডের পূর্ণ স্বাধীনতার পক্ষে। আজ ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর আমেরিকার কী অবস্থান হয়, সে দিকে নজর থাকবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিতদের চোখ আইপিএলে, থাকছে সব খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। বিজয়ী ভারতীয় দলের ক্রিকেটারেরা দেশে ফিরে এসেছেন। এ বার লক্ষ্য আইপিএল। প্রস্তুতিও শুরু করে দেবেন তাঁরা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে প্রায় সব দলই অনেক আগে থেকেই শিবির শুরু করে দিয়েছে। এর মধ্যে ঘটছে চোট-আঘাতের নানা ঘটনা। থাকছে আইপিএলের সব খবর।

আইএসএলে লিগের শেষ ম্যাচ, মুখোমুখি হায়দরাবাদ ও কেরল

আইএসএলের রাউন্ড রবিন লিগের খেলা আজ শেষ হচ্ছে। প্রথম ছ’টি দল নিশ্চিত হয়ে গিয়েছে। এরাই খেলবে প্লে-অফে। ফলে আজকের ম্যাচের কোনও গুরুত্ব নেই। তবু দুই দলই চাইবে জিতে মরসুম শেষ করতে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

News of the Day Voter Lists Holi 2025 ICC Champions Trophy 2025 ISL 2024-25 Donald Trump Syria
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy