Advertisement
E-Paper

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আর কী দিনভর নজরে

ধর্ষণকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়, নতুন কোন তথ্য উঠে আসে, নজর থাকবে সে দিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছেন এক জনই। ঘটনাস্থলে উপস্থিত বাকিদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ঘটনার চার দিন পর এই তথ্য জানিয়েছে পুলিশ। আবার মঙ্গলবারই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং মঙ্গলবারই গ্রেফতার হন তাঁর সহপাঠী। পুলিশের কথায়, ‘‘সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়।’’ দুর্গাপুরকাণ্ডে ধৃতদের ডিএনএ পরীক্ষা হবে। ঘটনার পুনর্নির্মাণ সমাপ্ত হয়েছে। আজ ধর্ষণকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়, নতুন কোন তথ্য উঠে আসে, নজর থাকবে সে দিকে।

উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে গত কয়েক দিন ধরেই সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । এই বৈঠকে মূলত আলোচনা হবে দুর্যোগ পরিস্থিতিতে পাহাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে। পাশাপাশি, কী ভাবে ক্ষয়ক্ষতির হিসাব কষে আবারও পাহাড়কে পুরনো ছন্দে ফেরানো যায় তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

আজ বসবে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। দুপুরে কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে এই অধিবেশন বসবে। শাসক ও বিরোধী দলের কাউন্সিলরেরা এই অধিবেশনে অংশ নেবেন। দুর্গাপুজোর পর আর দীপাবলি উৎসবের আগে এই অধিবেশন উত্তপ্ত হতে পারে শহরে ম‍্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি নিয়ে।

আইএফএ শিল্ডে আজ দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান। তাদের বিপক্ষে ইউনাইটেড স্পোর্টস। প্রথম ম্যাচে গোকুলমকে পাঁচ গোল দিয়ে শিল্ড শুরু করেছিল সবুজ-মেরুন। জেমি ম্যাকলারেন জোড়া গোল করেন। আজ ড্র করলেই ফাইনালে চলে যাবে মোহনবাগান। সে ক্ষেত্রে শনিবার ফাইনালে ডার্বি। কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২:৩০ থেকে।

আজ থেকে শুরু হচ্ছে বাংলার রঞ্জি ট্রফি অভিযান। চার দিনের ম্যাচে বিপক্ষে উত্তরাখণ্ড। এই ম্যাচে খেলবেন মহম্মদ শামি, আকাশদীপ। ঘরের মাঠে ম্যাচ দিয়ে মরসুম শুরু করছে অভিমন্যু ঈশ্বরণ-লক্ষ্মীরতম শুক্লর দল। ইডেনে খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

জমে গিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার আর ২২৬ রান, হাতে ৮ উইকেট। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২৬৯ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৭ রানের বেশি করতে পারেনি। আজ চতুর্থ দিনের খেলা শুরু সকাল ১০:৩০ থেকে।

মহিলাদের বিশ্বকাপে আজ মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। ইংল্যান্ড এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র দল, যারা সব ম্যাচ জিতেছে। আজ চতুর্থ ম্যাচে নামছে তারা। পাকিস্তানেরও এটি চতুর্থ ম্যাচ। তারা তিনটি ম্যাচেই হেরে গিয়েছে। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিহারে নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। আজ বিজেপি এবং তার শরিক দলগুলির কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিহারে বিজেপির ‘মেরা বুথ সবসে মজবুত’ (আমার বুথ সবচেয়ে মজবুত) কর্মসূচি রয়েছে। সেখানে এনডিএ কর্মীদের উদ্দেশে মোদী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে আজ।

News of the Day Durgapur Mamata Banerjee Kolkata Mucipality IFA Ranji Trophy 2025-26 test cricket SOUTH AFRICA vs PAKISTAN Women Cricket World Cup England Vs Pakistan bihar election Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy