কালীগঞ্জে উপনির্বাচন, ব্যবধান বৃদ্ধি করবে তৃণমূল? না কি ভোট বাড়বে বিজেপির
আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে আসনটি শূন্য হয়েছিল। তাই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল সেখানে প্রার্থী করেছে প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদকে। বিজেপির প্রার্থী আশিস ঘোষ। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন কাবিলউদ্দিন শেখ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। তৃণমূল নেতারা দাবি করছেন, এ বার ব্যবধান তার চেয়েও বেশি হবে। উল্টো দিকে, বিজেপির দাবি, কালীগঞ্জে এ বার বিজেপির ভোট আগের চেয়ে বাড়বে। এই উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে বুথের ভিতরে এবং বুথ চত্বরে রাজ্য পুলিশের কোনও কর্মীকে মোতায়েন না-করার দাবি নির্বাচন কমিশনে জানিয়েছিল বিজেপি। নির্বাচন এবং তার নিরাপত্তার ব্যবস্থা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর হাতে রাখার দাবিও পেশ করা হয়েছিল। কমিশন সেই দাবি আদৌ পূরণ করল কি না, তা আজ স্পষ্ট হবে।
ট্রাম্পের হুঁশিয়ারি, বার্তা পুতিনেরও, কোন পথে ইরান-ইজ়রায়েল সংঘর্ষ
আজ ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষের সপ্তম দিন। পশ্চিম এশিয়ার এই সংঘর্ষে কি এ বার ইতি পড়বে, না কি আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি? সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনার পথ প্রায় বন্ধ করে দিয়েছেন। তাঁর দাবি, ইরান যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ইরানে হামলার কোনও পরিকল্পনা আমেরিকার রয়েছে কি না, তা নিয়েও স্পষ্ট কোনও মন্তব্য করেননি তিনি। ট্রাম্পের বক্তব্য, “আমি করতেও পারি, আবার না-ও করতে পারি। আমি কী করতে চলেছি, তা কেউই জানে না।” পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় পুতিনের। ক্রেমলিনের দাবি, সংঘর্ষ থামাতে রাশিয়া যে মধ্যস্থতা করতে তৈরি, তা সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিধানসভার অধিবেশন, আলোচনায় ‘সেলস ট্যাক্স সংশোধনী বিল’
আজ বিধানসভার অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি হবে ‘উল্লেখ’ এবং ‘কলিং অ্যাটেনশন’ পর্ব। দ্বিতীয়ার্ধে ‘ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল ২০২৫’ আলোচনা হয়ে তা পাশ করা হবে। বুধবার বিলটির আলোচনায় অংশ নেননি বিজেপি বিধায়কেরা। তবে তাঁরা জানিয়েছেন, আজ বিলের আলোচনায় তাঁরা অংশ নেবেন।
টেস্ট শুরুর আগে ভারত ও ইংল্যান্ড দলের সব খবর
কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ লিডসে। মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে এসেছিলেন কোচ গৌতম গম্ভীর। তিনি আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। টেস্ট শুরুর আগে ভারতীয় দলের সব খবর। থাকছে ইংল্যান্ডের খবরও।
বর্ষায় দোসর নিম্নচাপ, রাজ্য জুড়ে দুর্যোগ! কোথায় কতটা বৃষ্টি
মঙ্গলবারই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের কথা ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলছে। সঙ্গে দোসর নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ খানিকটা কমবে তাপমাত্রাও। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
ক্লাব ওয়ার্ল্ড কাপে রাতে আবার মেসির ইন্টার মায়ামির খেলা
ক্লাব ওয়ার্ল্ড কাপে আজ চারটি ম্যাচ। প্রথম ম্যাচটি ভোর ৬:৩০ থেকে। খেলবে জুভেন্টাস। বিপক্ষে আল আইন। পরের তিনটি ম্যাচ রাতে। রাত ৯:৩০ থেকে রয়েছে পামেইরাস-আল আহলি খেলা। আজ আবার নামছেন লিয়োনেল মেসি। তাঁর ইন্টার মায়ামি খেলবে পোর্তোর সঙ্গে। এই ম্যাচ রাত ১২:৩০ থেকে। রাত ৩:৩০ থেকে রয়েছে সিটেল সাউন্ডার্স-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ। কাল পিএসজি-বোটাফোগো ম্যাচ ভোর ৬:৩০ থেকে। সব খেলা দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।