Advertisement
E-Paper

২৬ হাজার চাকরিহারার কী পদক্ষেপ। ডুরান্ড সেমিফাইনাল। উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের মনোনয়ন জমা।

সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে। এ বার চাকরিহারারা কী করবেন, সে দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আবেদন জমা পড়েছিল, তার সব ক’টি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। খারিজ হয়েছে রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর শিট মিলছে না। সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে, দুর্নীতি হয়েছে। এ বার চাকরিহারারা কী করবেন, সে দিকে নজর থাকবে আজ।

আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগানকে হারিয়ে শেষ চারে উঠেছে লাল-হলুদ। তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্য দিকে, ডায়মন্ড হারবার ২-০ গোলে হারিয়েছে জামশেদপুর এফসিকে। আজ কারা জিতে ফাইনালে উঠবে? যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

রাশিয়া এবং ইউক্রেন— দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই পৃথক ভাবে বৈঠক সেরে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে বৈঠক সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও আলোচনা সেরে নিয়েছেন তিনি। সোমবারের বৈঠকের পরে পুতিন এবং জ়েলেনস্কির মুখোমুখি বসার সম্ভাবনাও তৈরি হয়েছে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, দু’জনকে আলোচনার টেবিলে বসানোর জন্য তিনি উদ্যোগী হয়েছেন। এ অবস্থায় ঘটনা পরম্পরা কোন পথে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।

মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছে কেন্দ্রের শাসক জোট এনডিএ। আজ মনোনয়ন জমা দেবেন তিনি। গত মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বেছে নিয়েছে। তারা প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। আগামী বৃহস্পতিবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। বৃহস্পতিবারই মনোনয়ন জমা শেষ দিন।

স্বাধীনতা দিবসের কর্মসূচির কারণে পাঁচ দিন মুলতুবি থাকার পরে সোমবার থেকে আবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলবে। প্রাথমিক ভাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। চলবে ১২ অগস্ট পর্যন্ত। তবে শেষ মুহূর্তে অধিবেশনের মেয়াদ বাড়িয়ে ২১ অগস্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারে ভোটের বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) খসড়া তালিকা এবং বিরোধীদের তোলা ‘ভোট চুরি’র অভিযোগ ঘিরে গত কয়েক সপ্তাহে বারে বারে উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষ। আজও তার আঁচ পড়ার সম্ভাবনা।

কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News of the Day WBSSC Durand Cup 2025 Russia Ukraine War Donald Trump Vice President Election Indian Parliament Monsoon Session of Parliament Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy