দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আয়ার হাতে খুন গৃহকর্ত্রী। লুট গয়নাগাটি। শুক্রবার থেকে এই ঘটনায় শোরগোল দক্ষিণ শহরতলি এলাকা। শনিবার ধৃত আয়া এবং তাঁর পুরুষসঙ্গীকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারীরা মনে করছেন, পুরুষসঙ্গী পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ী নিউ গড়িয়ায় বৃদ্ধাকে খুন করেন তাঁদের দেখাশোনার দায়িত্বে থাকা আয়া। তদন্তে আর কী কী পাওয়া যায়, আজ নজর থাকবে সে দিকে।
খাস কলকাতায় ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধা মা! শনিবার বেলেঘাটার সুকান্ত সরণি এলাকার ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩৫ বছরের মানিক বসু। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধা মা এবং পুত্রের সংসারে অশান্তি ছিল রোজনামচা। সেই জন্যই কি ৬৫ বছরের নন্দিতা বসুকে খুন করেন ছেলে? নজর থাকবে এই তদন্তের গতিপ্রকৃতির দিকে।
তিন দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। সরকারি সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, এই সফরকালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশনের বাসভবনে যেতে পারে ইশাক। পাশাপাশি, জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। শেখ হাসিনা পরবর্তী জমানায় ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে ঢাকার। এ অবস্থায় ইশাকের ঢাকা সফরে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতাদের মুখোমুখি বসাতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মস্কো এবং কিভ— উভয়েই আলোচনার টেবিলে বসার জন্য রাজি। কিন্তু কবে বৈঠক হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দু’সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, এই দু’সপ্তাহের মধ্যে শান্তি সমঝোতায় ইতিবাচক অগ্রগতি না-হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর পথে হাঁটতে পারে আমেরিকা। অন্য দিকে, রাশিয়ার সঙ্গে ব্যবসার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। আগামী ২৭ অগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা। এ অবস্থায় আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোন পথে এগোয়, নয়াদিল্লির উপর তার কোনও প্রভাব পড়ে কি না, সে দিকে নজর থাকবে আজ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোবে বলে মনে করা হচ্ছে। তবে এখনই পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা কম। শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সোমবারই সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
বিদেশের ফুটবল লিগে আজ দুই বড় দলের খেলা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে ফুলহ্যামের সঙ্গে। এই খেলা রাত ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের সামনে ওভিয়েডো। এই দল নীচের ডিভিশন থেকে এই বছর প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে। রিয়ালের ম্যাচ রাত ১টা থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।