দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দেশের প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত। ২৩ নভেম্বর প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হয়েছে বিচারপতি বিআর গবইয়ের। এ বার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন বিচারপতি কান্ত। তিনি এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি।
একাদশ দ্বাদশের পর আজ প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম দশম শ্রেণির ফলাফল। প্রার্থীরা পরীক্ষায় ৬০ নম্বরের মধ্যে কত পেয়েছেন তা জানতে পারবেন। কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি। নবম দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। আজ বিকেলের পর ফল প্রকাশ করা হবে বলে জানাচ্ছে এসএসসি।
আজ বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নবান্নে বিকেল সাড়ে ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। এই বৈঠকে রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গে মন্ত্রিদের বেশকিছু নির্দেশ দিতে পারেন মমতা। এ ছাড়াও ডিসেম্বর মাসে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন হওয়ার কথা।
কসবার হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি নদিয়ার রানাঘাটে, অপর জনের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। তবে দমদমেও ঠিকানা ছিল তাঁদের। গত শুক্রবার রাতে কসবার ওই হোটেলে কী হয়েছিল, তা ধৃতদের জেরা করে বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল। এমনকি এসআইআর প্রক্রিয়া স্থগিত করার দাবি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তা সত্ত্বেও ভোটার তালিকা সংশোধনের কাজে দলকে নামিয়েছে তৃণমূল। এই বিষয়ে দলের নিচুতলার অবস্থান জানতে আজ বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভার্চূয়াল বৈঠকে থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ গুরুত্বপূর্ণ নেতারা।
আজ কঠিন পরীক্ষা ভারতীয় ব্যাটারদের। গুয়াহাটির পাটা পিচ নিয়ে তেমন চিন্তা নেই। কুলদীপ যাদব তো বলেই দিয়েছেন, এটা রাস্তা। চিন্তা ঘাড়ের উপর দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের বোঝা। প্রথম দিনের শেষে ভারত বিনা উইকেটে ৯ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল কি টেনে নিয়ে যেতে পারবেন ভারতকে? তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োটস্টার অ্যাপে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে। আজকের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। এর জেরে আজ আন্দামান সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরের ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব বঙ্গে তেমন পড়বে না। রাজ্যের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।