Advertisement
E-Paper

জাতীয় ভোটার দিবস। ট্রফি পাবেন কি সৌরভ। কলকাতায় পারদপতন, আর ক’দিন থাকবে শীত। আর কী

আজ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৪৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন। সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এই অবস্থায় কমিশন আজ কী জানায় সে দিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরও দিনটি পালন করছে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সেখানে উপস্থিত থাকবেন সিইও মনোজকুমার আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এ ছাড়া উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ওই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ ভারত বনাম নিউ জ়িল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আজই সিরিজ় জিতে যেতে পারে সূর্যকুমার যাদবের দল। প্রথম দু’টি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম ম্যাচে অভিষেক শর্মা রান পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ঈশান কিশন। তার থেকেও বড় কথা, বিশ্বকাপের আগে পরিচিত ছন্দে ফিরেছেন সূর্য নিজে। আজই কি সিরিজ় তাঁদের পকেটে? খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

প্রথম বার কোচের দায়িত্ব নিয়েই দলকে ফাইনালে তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-র ফাইনালে আজ খেলবে তাঁর প্রিটোরিয়া ক্যাপিটালস। বিপক্ষে সানরাইজার্স ইস্টার্ন কেপ। কোচ হিসাবে প্রথম ট্রফি জয়ের স্বাদ কি পাবেন তিনি? ফাইনাল শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রঞ্জি ট্রফিতে ইনিংসে জেতার দিকে এগোচ্ছে বাংলা। দ্বিতীয় ইনিংসে সার্ভিসেস ২৩১ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে। ইনিংস হার এড়াতে তাদের এখনও ১০২ রান দরকার, হাতে মাত্র ২ উইকেট। মহম্মদ শামি ৫ উইকেট নিয়ে একাই ধস নামিয়েছেন সার্ভিসেসের দ্বিতীয় ইনিংসে। আজ ম্যাচের শেষ দিন। খেলা শুরু সকাল ৯টা থেকে।

অস্ট্রেলিয়ান ওপেনে আজ দুই শীর্ষ বাছাইয়ের খেলা। চতুর্থ রাউন্ডে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে নামবেন যথাক্রমে কার্লোস আলকারাজ় ও অ্যারিনা সাবালেঙ্কা। রয়েছে দুই তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ এবং কোকো গফের খেলাও। ভোর ৬টা থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

সরস্বতী পুজো শেষ। বসন্ত পঞ্চমী থেকেই শীতের দাপট ম্লান হতে শুরু করেছে। সকালে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার থাকছে। তবে রাতের দিকে ঠান্ডা থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। ২৬ জানুয়ারি পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা। তাতে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস।

News of the Day National Voters Day India Vs New Zealand Australia Open Ranji Trophy 2025-26 Weather Today Sourav Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy