Advertisement
E-Paper

আজ বঙ্গে এসআইআর ঘোষণা। এসএসকেএমে ধর্ষণকাণ্ডে আর কী কী তথ্য মিলল। মহিলা বিশ্বকাপ। আর কী

বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বাংলায় ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে তারা। সেখানেই সম্ভবত বাংলা-সহ ১০ থেকে ১৫টি রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা করবে তারা।

মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় আছড়ে পড়বে ঘূর্ণিঝ়ড় ‘মোন্থা’। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার‌ও। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে হতে পারে হালকা বৃষ্টি। বুধ থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই চলবে হালকা বৃষ্টি।

এসএসকেএম হাসপাতালে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পকসো আদালত। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। অভিযোগ, চিকিৎসক সেজে কিশোরীকে ভুলিয়ে হাসপাতালের শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। তার পর সেখানে তাঁকে যৌন হেনস্থা করেন। কী ভাবে হাসপাতালে চিকিৎসক সেজে তিনি ঢুকে পড়লেন, কেনই বা ওই কিশোরীকে নিশানা করলেন, পুলিশ খতিয়ে দেখছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

মহারাষ্ট্রের সাতারার একটি হোটেল থেকে গত বৃহস্পতিবার রাতে এক মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর হাতের তালুতে লেখা ছিল এক সাব-ইন্সপেক্টর (এসআই) এবং এক সফট্‌অয়্যার ইঞ্জিনিয়ারের নাম। মহিলা চিকিৎসক লিখে যান, ওই এসআই তাঁকে পাঁচ মাসে চার বার ধর্ষণ করেছেন এবং ইঞ্জিনিয়ার তাঁকে মানসিক নির্যাতন করেন। তাঁদের জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন তিনি। শনিবার দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অভিযুক্ত এবং মৃতের পরিবার, দুই তরফেই উঠল অভিযোগ এবং পাল্টা অভিযোগ। সোমবার এই ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।

সোমবার ছটপুজো। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার দু'দিনের ছুটি ঘোষণা করেছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছটপুজোর দু'টি অনুষ্ঠানে যোগ দেবেন। একটি হবে কলকাতা বন্দর বিধানসভা এলাকার দহিঘাটে এবং অপরটি হবে তক্তা ঘাটে।

সোমবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে। পথকুকুর সংক্রান্ত মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। ওই স্বতঃপ্রণোদিত মামলার পাশাপাশি এ সংক্রান্ত আরও চারটি মামলার একই সঙ্গে শুনানি হবে আদালতে।

এক দিনের সিরিজ়‌ে হেরে গিয়েছে ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজ়‌ে বদলা নিতে চায় তারা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি দল পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। সূর্যকুমার যাদবেরা চাইবেন এক দিনের সিরিজ়‌ে হারের বদলা নিতে। থাকবে প্রস্তুতির সব খবর।

মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। সামনে প্রতিযোগিতার সবচেয়ে কঠিন দল অস্ট্রেলিয়া, যারা এখনও একটিও ম্যাচে হারেনি। হরমনপ্রীত কৌরেরা কেমন প্রস্তুতি নেন সে দিকে নজর থাকবে।

প্রথম দিনে চাপে থাকলেও গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। সৌজন্যে শাহবাজ়‌ আহমেদের বোলিং। তৃতীয় দিন গুজরাতকে দ্রুত শেষ করে দিয়ে লিড বাড়িয়ে নিতে চাইবে বাংলা। তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Special Intensive Revision Weather Today SSKM Hospital Maharashtra Chhath Puja 2025 Supreme Court of India India vs Australia 2025 ICC Womens World Cup 2025 Ranji Trophy 2025-26
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy