Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Trade Union

প্রতিবাদে হঁশিয়ারি ট্রেড ইউনিয়নের

বৃহস্পতিবারই নিউটাউনে কোল ইন্ডিয়া দফতরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিটু।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০৪:৩৩
Share: Save:

কেন্দ্রীয় সরকারের ঢালাও বেসরকারিকরণ ও বিলগ্নিকরণের সিদ্ধান্ত ও শ্রম আইন শিথিল করার বিরোধিতায় কাল, শুক্রবার দেশ জুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশন। এ রাজ্যেও ওই দিন পালিত হবে প্রতিবাদ দিবস। তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদে প্রশাসন বাধা দিলে তাঁরাও পাল্টা সিদ্ধান্ত নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতৃত্ব। সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বুধবার বলেন, ‘‘আমরা কোথাও ভাঙচুর করতে যাচ্ছি না। শ্রমবিরোধী নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের কৌশলের বিরুদ্ধে রাজ্য জুড়েই প্রতিবাদ জানানো হবে। প্রশাসন জোর করে প্রতিবাদ বন্ধ করতে চাইলে আমরাও উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’’ লকডাউনের মধ্যেই যে ভাবে একের পর এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হচ্ছে, শ্রম আইন লঘু করা হচ্ছে, সে সবের বিরুদ্ধেই ধারাবাহিক প্রতিবাদের রাস্তায় যাচ্ছে ট্রেড ইউনিয়নগুলি। কয়লা শিল্পে ধর্মঘটের পথেও যাচ্ছে তারা। সেই ধর্মঘটের সমর্থনে আজ, বৃহস্পতিবারই নিউটাউনে কোল ইন্ডিয়া দফতরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিটু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trade Union Privatisation CITU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE