Advertisement
২৭ এপ্রিল ২০২৪
signal train

বাতিল বহু ট্রেন, ভোগান্তির ভয়

এই ট্রেন বাতিলের জেরে সবচেয়ে সমস্যায় পড়তে চলেছেন কল্যাণী সীমান্ত রেলপথের যাত্রীরা। সবচেয়ে বেশি ট্রেন ওই রুটেই বাতিল হচ্ছে। ওই পথেই রয়েছে কল্যাণী মেইন, শিল্পাঞ্চল, ঘোষপাড়া এবং সীমান্ত এই চারটি স্টেশন। এর মধ্যে ঘোষপাড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া এবং শিক্ষক। আছেন কিছু ব্যবসায়ীও। সপ্তাহভর ট্রেনের দুর্ভোগের কথা জানতে পেরে তাদের কপালে ভাঁজ।

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৭
Share: Save:

পূর্ব রেলের ইছাপুর-শ্যামনগর-কাঁকিনাড়া-নৈহাটিতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর জন্য এবং কাঁকিনাড়া-নৈহাটি চতুর্থ লাইন যুক্ত করার জন্য রবিবার রাত ১২টা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। বিভিন্ন দিনে সংক্ষিপ্ত করা হবে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ। ঘুর পথে চালানো হবে একাধিক এক্সপ্রেস ট্রেন। এর ফলে রবিবার ছুটির দিনে খানিক রেহাই মিললেও সোমবার থেকে দুর্ভোগের মুখে পড়তে পারেন নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীরা।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওই পথে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হলে ট্রেনের গতি বাড়বে। তাই একাধিক ট্রেনের যাত্রা বাতিলের পথে হাঁটতে হয়েছে। আগামী এক সপ্তাহে আপ এবং ডাউনে বাতিল হবে অনেক ট্রেন। এর মধ্যে বেশির ভাগই শিয়ালদহ থেকে নৈহাটি, কল্যাণী এবং কল্যাণী সীমান্ত লোকাল। এ ছাড়া রয়েছে কয়েকটি রানাঘাট এবং কৃষ্ণনগর লোকাল, মাতৃভূমি লোকাল। আগামী সপ্তাহে আপ-ডাউন সব মিলিয়ে শিয়ালদহ থেকে বাতিল থাকবে ৮৪ জোড়া নৈহাটি লোকাল, ৩৮ জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, ১২ জোড়া করে রানাঘাট লোকাল এবং ৬ জোড়া কৃষ্ণনগর লোকাল এবং নৈহাটি-রানাঘাট লোকাল।

এই ট্রেন বাতিলের জেরে সবচেয়ে সমস্যায় পড়তে চলেছেন কল্যাণী সীমান্ত রেলপথের যাত্রীরা। সবচেয়ে বেশি ট্রেন ওই রুটেই বাতিল হচ্ছে। ওই পথেই রয়েছে কল্যাণী মেইন, শিল্পাঞ্চল, ঘোষপাড়া এবং সীমান্ত এই চারটি স্টেশন। এর মধ্যে ঘোষপাড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া এবং শিক্ষক। আছেন কিছু ব্যবসায়ীও। সপ্তাহভর ট্রেনের দুর্ভোগের কথা জানতে পেরে তাদের কপালে ভাঁজ।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পল্টু মুর্মু কিংবা কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের বাবুল ভকতেরা বলেন, “ট্রেনের আশা করছি না। বিকল্প ব্যবস্থা কী করা যায় তাই ভাবছি।” অন্য দিকে, কল্যাণীর আশুতোষ বিশ্বাসকে ওয়েল্ডিংয়ের কাজ করতে রানাঘাট যেতে হয়। তিনি বলেন, ‘‘ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়তে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Signal Train Cancel Passenger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE