Advertisement
২০ এপ্রিল ২০২৪
Eastern Railway

শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

রেল সূত্রে খবর, সোমবার টিটাগড়-ব্যারাকপুর স্টেশনের মধ্যে ট্রেন লাইন ও সিগন্যাল ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ শুরু হয়। প্রায় যুদ্ধগতিতে সেই ত্রুটি সারানো হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৮
Share: Save:

শিয়ালদহ মেন লাইনে ব্যাহত স্বাভাবিক ট্রেন পরিষেবা। সময়মতো ট্রেন পাওয়া তো দূর অস্ত্‌, প্রায় প্রতিটি স্টেশনেই ট্রেন ঢুকছে দেরিতে। সেই সঙ্গে প্রায় প্রতিটি স্টেশনেই পর পর দাঁড়িয়ে রয়েছে ট্রেন। ফলে বিপাকে পড়েছেন শিয়ালদহ-ব্যারাকপুর শাখার যাত্রীরা। নিত্যযাত্রীদের পাশাপাশি বিপত্তিতে পড়েন পুজোর বাজার সেরে ঘরে ফেরা মানুষজনও।

রেল সূত্রে খবর, সোমবার টিটাগড়-ব্যারাকপুর স্টেশনের মধ্যে ট্রেন লাইন ও সিগন্যাল ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ শুরু হয়। প্রায় যুদ্ধগতিতে সেই ত্রুটি সারানো হয়।এর পর সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ ফের ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে রাত পৌনে ৯টা নাগাদ টিটাগড়-ব্যারাকপুর স্টেশনের মধ্যে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যার ফলে শিয়ালদহ-ব্যারাকপুর সেকশনের ট্রেন পরিষেবায় প্রভাব পড়ে। অফিসফেরত যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিটি স্টেশনেই ট্রেন অনেক ক্ষণ করে দেরিতে ঢুকছে। এমনকি, স্টেশনে তা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। এর ফলে ওই শাখার প্রায় প্রতিটি ট্রেনের কামরাতেই ভিড় বাড়তে থাকে। এ ছাড়া, সময়মতো ট্রেন না মেলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রেল সূত্রে খবর, শিয়ালদহ-ব্যারাকপুর শাখার ৫০টি লোকাল ট্রেন গড়ে প্রায় ৪৫ মিনিট করে দেরিতে চলছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ পর্যবেক্ষণ করছেন ট্র্যাফিক ইনস্পেক্টর, সিগন্যাল ইনস্পেক্টর-সহ রেলের উচ্চপদস্থ কর্তারা।

আরও পড়ুন: খুনের ধারা না জুড়লে আত্মহত্যা করব, হুমকি দিলেন তাবরেজ আনসারির স্ত্রী

আরও পড়ুন: বুধবার মোদী-মমতা বৈঠক দিল্লিতে, কালই রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Local Train Sealdah Station Eastern Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE