ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ-ক্যানিং শাখায়। ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে ডাউন লাইনে। যার জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ক্যানিং লোকাল সোনারপুর স্টেশন ছেড়ে ক্যানিংয়ের দিকে যাওয়ার পথে সোনারপুরের গণশক্তি মোড়ে একটি লেভেল ক্রসিংয়ে একটি ম্যাটাডোরে ধাক্কা মারে। ম্যাটাডোরটি রাস্তা পারাপার করছিল। সেই সময় ট্রেন চলে আসে। ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান চালক।
এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপি, আরপিএফ। খবর পেয়ে যান রেলের আধিকারিকেরাও। ট্রেনের কোনও ক্ষতি হয়েছে কি না তা দেখার পরেই ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে।