রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিংহ। বুধবার বিধানসভায় তাঁর মনোনয়ন পত্র তৈরি করে ফেলল বাংলার শাসকদল। বিধানসভায় বাদল অধিবেশন চলছে, দলের প্রায় সব বিধায়ক যোগ দিতে এসেছেন। তাই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে বিধায়কদের মনোনয়নপত্রে স্বাক্ষর করার কাজ হয়। মনোনয়নপত্রে স্বাক্ষর করতে ডাকা হয়েছিল সাংসদদের। বিধানসভায় এসেছিলেন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, মৌসম বেনজির নুর প্রমুখ।