Advertisement
১৬ এপ্রিল ২০২৪
AITC

TMC in Parliament: মুড়ির থালা হাতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই তৃণমূল সাংসদরা এ বার মুড়ির থালা হাতে সংসদের বাইরে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই তৃণমূল সাংসদরা সোমবার সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে বিক্ষোভ দেখাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই তৃণমূল সাংসদরা সোমবার সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে বিক্ষোভ দেখাবেন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ২১:১৮
Share: Save:

২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে মুড়ির থালা হাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁর দেখানো পথে হেঁটেই তৃণমূল সাংসদরাও মুড়ির থালা হাতে বিক্ষোভ দেখাবেন বলেই সূত্রের খবর। সোমবার সংসদের বাদল অধিবেশন দ্বিতীয় সপ্তাহে পা রাখছে। সকাল সোয়া ১০টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলেই সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন তৃণমূলের সাংসদরা।

তৃণমূলের এক সাংসদের কথায়, কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হচ্ছে। সঙ্গে পেট্রো পণ্য-সহ কেরোসিনের দাম যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাতে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখানো জরুরি হয়ে পড়েছে। তাই আমরা কেন্দ্রীয় সরকারকে তাঁদের দায়িত্ব স্মরণ করাতেই মুড়ির থালা হাতে বিক্ষোভ দেখাব। মুড়ির থালাকে সাধারণ মানুষের প্রতীক হিসাবে সংসদে প্রতিবাদে শামিল করতে চাইছে। এ ক্ষেত্রে ২১ জুলাইয়ের সমাবেশে নেত্রীর দেখানো পথেই এগোতে চাইছেন তাঁরা। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ওই প্রতিবাদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দেশের মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আক্রমণ শানানো হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক জিএসটি বৃদ্ধি। অবিজেপি রাজ্যগুলিকে অর্থনৈতিক ভাবে চাপে ফেলার অভিযোগেও লোকসভা এবং রাজ্যসভায় সরব হবে তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AITC TMC parliament Monsoon Session of Parliament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE