Advertisement
০৫ মে ২০২৪

বিজেপি কাউন্সিলরদের প্রতিশ্রুতি

ডোমকলে তিন বিরোধী কাউন্সিলর জিতেই যোগ দিয়েছেন তৃণমূলে। পূজালির দুই বিরোধীও পা বাড়িয়েছেন শাসক দলে। এমন আবহে অন্তত এক দিন পূজালির দুই কাউন্সিলরকে দলে ধরে রাখল বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০২:৩৮
Share: Save:

ডোমকলে তিন বিরোধী কাউন্সিলর জিতেই যোগ দিয়েছেন তৃণমূলে। পূজালির দুই বিরোধীও পা বাড়িয়েছেন শাসক দলে। এমন আবহে অন্তত এক দিন পূজালির দুই কাউন্সিলরকে দলে ধরে রাখল বিজেপি। শুধু তাই নয়, বৃহস্পতিবার দলের সদর দফতরে হাজির করিয়ে তাঁদের দিয়ে বলানোও হল যে শত প্রলোভনেও দল ছাড়বেন না তাঁরা।

পূজালির ৩ নম্বরের চিন্ময় বারুই এবং ৯ নম্বর ওয়ার্ডের রুম্পা ঘড়ুই জানান, তাঁরা দলবদল করবেন না। তৃণমূল থেকে এক বছর আগে তাঁরা বিজেপি-তে যোগ দিয়েছেন। এখনও বিজেপি-ই করবেন। চিন্ময়ের কথায়, ‘‘আমরা কিছুতেই বিজেপি ছাড়ব না।’’ যদিও বিজেপির অভিজ্ঞতা মধুর নয়। রাজ্য সভাপতির বিধানসভা কেন্দ্র খড়্গপুর পুরসভাতেই বিজেপি নিজেদের দুর্গ অটুট রাখতে পারেনি। সেখানে বিজেপির প্রতীকে জিতেছিলেন সাত জন কাউন্সিলর। এখন বিজেপিতে রয়েছেন দু’জন। বাকিরা তৃণমূলে চলে গিয়েছেন।

এ দিন রাতে রাজভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, দিলীপবাবু প্রমুখ। পুরভোটে সন্ত্রাস-ভোট লুঠ, রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংহের ভূমিকা, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারদা ও নারদ কেলেঙ্কারির বিহিত চেয়ে স্মারকলিপি দেন তাঁরা। রাষ্ট্রপতি তাঁদের বলেন, তিনি তো যা করার করবেন। দিলীপরাও যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Councillors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE