সর্বদল বৈঠকে যোগ দিতে সোমবারেই শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে নেমে এসেছেন বিনয় তামাঙ্গ ও অনীত থাপাও। কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিলিগুড়ির উত্তরকন্যায় এখন সাজ সাজ রব। তার মধ্যেও অশান্তি জারি থাকল পাহাড়ে।
মঙ্গলবার সাতসকালেই কার্শিয়াং স্টেশন এবং বাজার চত্বরে কাগজে মোড়া দু’টি বোমা দেখতে পান স্থানীয়রা। বোমাতঙ্ক ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে ঘরে ফেলে গোটা এলাকা। ঘটনাস্থলে আসে সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরাও। তবে বোমাগুলি কী ধরণের তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: আজ বিকেলে পাহাড় নিয়ে উত্তরকন্যায় ফের সর্বদলীয় বৈঠক