Advertisement
১৬ জুন ২০২৪

অমৃতসর এক্সপ্রেসে গণধর্ষণের ঘটনায় ধৃত দুই জওয়ান

অমৃতসর এক্সপ্রেসে নাবালিকা গণধর্ষণের ঘটনায় ধৃত দুই জওয়ানকে আজ হাওড়া আদালতে তোলা হবে। শুক্রবার রাতে তাদের গুয়াহাটি থেকে গ্রেফতার করে হাওড়া জিআরপি-র তদন্তকারী দল। রাতেই তাদের বিমানে কলকাতা নিয়ে আসা হয়। ধৃত বালকরাম যাদব ও পঙ্কজ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ), ৩৭৬ডি(গণধর্ষণ), পক্সো আইন ৪ ও ৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ১০:৩৪
Share: Save:

অমৃতসর এক্সপ্রেসে নাবালিকা গণধর্ষণের ঘটনায় ধৃত দুই জওয়ানকে আজ হাওড়া আদালতে তোলা হবে। শুক্রবার রাতে তাদের গুয়াহাটি থেকে গ্রেফতার করে হাওড়া জিআরপি-র তদন্তকারী দল। রাতেই তাদের বিমানে কলকাতা নিয়ে আসা হয়। ধৃত বালকরাম যাদব ও পঙ্কজ কুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ), ৩৭৬ডি(গণধর্ষণ), পক্সো আইন ৪ ও ৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে বালকরামের বাড়ি উত্তর প্রদেশের ফৈজাবাদ এবং পঙ্কজ কুমারের বাড়ি বিহারের বৈশালিতে। দু’জনেই আগরতলার বিএসএফ ইউনিটে কর্মরত। রবিবার ঘটনার পর তারা মধুপুর থেকে পালিয়ে নিজেদের বাড়ি চলে গিয়েছিল। শুক্রবার রাতে কাজে যোগ দেওয়ার জন্য আগরতলার উদ্দেশে রওনা দেয় তারা। সেই সময়ই গুয়াহাটি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও খবর:
ধর্ষণে অভিযুক্ত অন্য ২ জওয়ান ধৃত গুয়াহাটিতে

রবিবার বাড়ি থেকে পালিয়ে ওই নাবালিকা হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেসে উঠে পড়ে। জওয়ানদের জন্য সংরক্ষিত কামরায় সেই সময় তিন জন জওয়ান ছিলেন। তারাই তাকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ছ’বার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কমরা থেকেই জওয়ান মঞ্জরীশকে গ্রেফতার করা গেলেও বাকি দুই জওয়ান পালিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার মধুপুর জিআরপি-র পাঠানো মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে পরিষ্কার জানানো হয়, ওই নাবালিকাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

amritsar express gang rape gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE