Advertisement
১১ মে ২০২৪
Omicron

Omicron in Kolkata: নাইজেরিয়া ও ব্রিটেন থেকে কলকাতায় আগত ২ যাত্রী ওমিক্রন আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

ওমিক্রন আক্রান্ত দু’জনের মধ্যে একজন নাইজেরিয়া থেকে এসেছিলেন, অন্য জন ব্রিটেন থেকে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০১:১৬
Share: Save:

রাজ্যে দু’জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। কোভিড আক্রান্ত দুই ব্যক্তির জিন পরীক্ষার ফল ওমিক্রন পজিটিভ এসেছে। বুধবার এ কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেন, ‘‘বুধবার তিন জনের জিন পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে দু’জন ওমিক্রনে আক্রান্ত। অন্য জন কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত।’’

ওমিক্রন আক্রান্ত দু’জনের মধ্যে একজন নাইজেরিয়া থেকে এসেছিলেন, অন্য জন ব্রিটেন থেকে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিটেন থেকে আগতের বয়স ২০ বছর। তিনি আলিপুরের বাসিন্দা। বর্তমানে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্য আক্রান্তের বয়স ৬৯ বছর। তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শারীরিক ভাবে সুস্থ হওয়ায় নাইজেরিয়া থেকে আগত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু ওমিক্রন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omicron nigeria Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE