খেলতে খেলতে নির্মীয়মাণ ফ্ল্যাটের ভিতরে বল চলে যাওয়ায় দুই কিশোরকে মারধরের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারিতে। এই ঘটনায় অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রাণতোষ সাহা।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, পূূর্ব পুটিয়ারির নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। এ দিন বিকেলে স্থানীয় কয়েক জন কিশোর সেখানে খেলছিল। আচমকা বলটি ওই নির্মীয়মাণ ফ্ল্যাটের ভিতরে চলে গেলে তা আনতে চার কিশোর ওই ফ্ল্যাটে যায়। তখনই অভিযুক্ত প্রোমোটার দুই কিশোরকে বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ। দু’জনেরই হাতে-পায়ে আঘাত করা হয়। আক্রান্ত কিশোরদের দাবি, ‘‘ফ্ল্যাটের উপরে উঠতেই প্রোমোটার বাঁশ নিয়ে বেরিয়ে আসে। সেই ভয়ে দু’জন বন্ধু নীচে নেমে যায়। আর
আমাদের ধরে ফেলে মারধর করে।’’ বাইরে বেরিয়ে এসে দুই কিশোর তাদের পরিবারের সদস্যদের ঘটনার কথা জানালে তাঁরা রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কিশোরদের পরিবারের অভিযোগ, ঘটনার সময়ে অভিযুক্ত প্রোমোটার মত্ত অবস্থায় ছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েক জন ছিলেন। সকলে মিলে কিশোরদের মারধর করেন। রিজেন্ট পার্ক থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)