Advertisement
E-Paper

পরিবহণে গতি আনতে রাজ্যের হাত ধরল উব্‌র

অ্যাপ নির্ভর ভারতীয় পরিবহণ সংস্থা ওলা-র মতোই বাংলায় যথেষ্ট চাহিদা রয়েছে এই মার্কিন পরিবহণ সংস্থার। সেই চাহিদাকে কাজে লাগাতেই বাংলায় বিনিয়োগ করার লক্ষ্যে এ বার রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল উব্‌র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:২৮
রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল উব্‌র।

রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল উব্‌র।

বাণিজ্য বান্ধব বাংলা গড়ে তোলার লক্ষ্যে আরও এক ধাপ অগ্রসর হল রাজ্য সরকার। তারকাখচিত ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ বুধবার চমক এল পরিবহণ শিল্পেও।

আর সেই চমকের নেপথ্যে রয়েছে বিশ্বের অন্যতম অ্যাপ নির্ভর পরিবহণ সংস্থা উব্‌র। অ্যাপ নির্ভর ভারতীয় পরিবহণ সংস্থা ওলা-র মতোই বাংলায় যথেষ্ট চাহিদা রয়েছে এই মার্কিন পরিবহণ সংস্থার। সেই চাহিদাকে কাজে লাগাতেই বাংলায় বিনিয়োগ করার লক্ষ্যে এ বার রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল উব্‌র।

বুধবার শিল্প সম্মেলনের মঞ্চে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড’ (ডব্লিউবিটিআইডিসিএল)-এর সঙ্গে এই চুক্তি করেছে উব্‌র। আগামী পাঁচ বছরে রাজ্যে এক লক্ষেরও বেশি ছোট উদ্যোগপতি তৈরি করাই এই নয়া এই সমঝোতার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে উব্‌রের তরফে। উৎসাহী উদ্যোগপতিদের সংখ্যা বাড়লে উন্নতি হবে পরিবহণ পরিকাঠামোর। ফলে বাড়বে কর্মসংস্থান।

আরও পড়ুন:

‘লগ্নি’: শ্বেতপত্র চান বিরোধীরা

শিল্প সম্মেলনেই মোদীকে অসহিষ্ণুতা নিয়ে খোঁচা মমতার

নতুন চুক্তি অনুযায়ী, রাজ্য পরিবহণ দফতরের নিয়োগ করা চালকদের নাম এবং জরুরি তথ্য জমা রাখার জন্য একটি পোর্টাল তৈরি করবে উব্‌র। তা ছাড়া রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের (আরটিও) সঙ্গে যৌথ ভাবে কাজ করার জন্য প্রতিটি শহর এবং জেলায় নিজস্ব প্রতিনিধি রাখবে তারা। এই প্রতিনিধিদের কাজ হবে পেশাদার চালকদের নাম নথিভুক্ত করে রাখা। চালকদের জরুরি প্রশিক্ষণ এবং পরে লাইসেন্স পেতে সাহায্য করবে রাজ্য সরকার। আর এই পেশাদার চালকদের যাবতীয় তথ্য শেয়ার করবে উবরে্র সঙ্গে।

এ দেশে উব্‌রের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রদীপ পরমেশ্বরন বলেন, ‘‘রাজ্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আমরা খুবই উৎসাহী। পরিবহণ শিল্পে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই আমাদের সংস্থার লক্ষ্য।’’

Bengal Global Business Summit 2018 Mamata Banerjee Uber WBTIDCL MoU উব্‌র মউ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy