বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীতশিল্পী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর তাঁর এই অসুস্থতার জেরে আরও এক বার বিতর্ক শুরু হয়ে গেল যাদবপুর-কাণ্ড নিয়ে। মাথায় যন্ত্রণার জেরে ক্যালিফোর্নিয়ার হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হওয়ার পর থেকেই এই যন্ত্রণা শুরু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাবুল। তা নিয়ে আবার পড়েছেন ট্রোলের মুখেও।
৫ অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে (ক্যালিফোর্নিয়া) অনুষ্ঠান ছিল বাবুলের। ১৩ অক্টোবর অর্থাৎ আগামী রবিবার আবার বাবুলের অনুষ্ঠান রয়েছে লন্ডনে। সেখানে হ্যারো মিউজিক ফেস্টিভ্যালে গান গাইবেন তিনি। কিন্তু এ সবের মাঝেই ঘটেছে বিপত্তি। লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান ভাল ভাবেই মিটে গিয়েছে। কিন্তু মাথায় যন্ত্রণার জেরে তাঁকে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় নিজেই জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। মাথার খুলির ভিতরে তিনি যন্ত্রণা অনুভব করছেন বলে জানিয়েছেন শিল্পী। বাঁ কানের উপরের দিক থেকে বাঁ চোখের মণির পিছন পর্যন্ত তীব্র যন্ত্রণা হচ্ছে বলে বাবুল জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘গত পাঁচ দিন ধরে অসহ্য যন্ত্রণা হচ্ছে।’’