রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু রাজ্য বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নজির বা আইনি সংস্থান নেই বলে জানানো হয় বিধানসভার সচিবালয়ের তরফে। তবে বিধানসভার সচিবালয় সূত্রে খবর, উপরাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দিতে প্রথম দফার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেই অধিবেশনেই বক্তৃতা করবেন ধনখড়।
ওই সূত্র মারফত জানা গিয়েছে, বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলা মারফত চিঠি পাঠান ধনখড়। সেই আমলা দেখা করেন স্পিকারের সঙ্গে। সূত্রের খবর, স্পিকারকে জানানো হয়, নিজের ভাষণে রাজ্য সরকারের বিরুদ্ধে যায়, এমন কোনও শব্দ বা বাক্য বলবেন না উপরাষ্ট্রপতি। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, স্পিকার জানান, এই ধরনের বক্তৃতা করার কোনও সংস্থান নেই। ওই সূত্রটির দাবি, পরে ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দিতেই বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হয়।
তবে সেই অধিবেশন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১০ মার্চ। চলবে ২০ মার্চ পর্যন্ত। সেই সময়েই ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে মতান্তর হয়েছিল রাজ্যের তৃণমূল সরকারের। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের সমালোচনাও করেছিলেন দেশের উপরাষ্ট্রপতি ধনখড়। পাল্টা তাঁর বিরুদ্ধে ‘বিজেপির অঙ্গুলিহেলনে কাজ’ করার অভিযোগ তুলেছিল এই রাজ্যের শাসকদল। সেই সব ‘তিক্ত’ অতীতকে পিছনে ফেলেই ফের এই রাজ্যের বিধানসভায় এসে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ধনখড়।