Advertisement
০৭ মে ২০২৪

তৃণমূলের বিজয় মিছিল

জেতা আসন হাতছাড়া হয়েছে। আর বীরভূমের নানুর কেন্দ্রে এমন বিপর্যয়ের মধ্যেও তৃণমূলকে লিড দিয়েছে কঙ্কালিতলা পঞ্চায়েত। রবিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সেই এলাকাতেই হল বিজয় মিছিল। পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ অহিউদ্দিন, যুব নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে হাজারও কর্মী-সমর্থক মেতে উঠলেন সেই মিছিলে।

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:৩৪
Share: Save:

জেতা আসন হাতছাড়া হয়েছে। আর বীরভূমের নানুর কেন্দ্রে এমন বিপর্যয়ের মধ্যেও তৃণমূলকে লিড দিয়েছে কঙ্কালিতলা পঞ্চায়েত। রবিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সেই এলাকাতেই হল বিজয় মিছিল। পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ অহিউদ্দিন, যুব নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে হাজারও কর্মী-সমর্থক মেতে উঠলেন সেই মিছিলে। ওই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে মোট ৬,৯২৩টি ভোট। জয়ী সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান পেয়েছেন ৫,৪৬৮টি ভোট। মহম্মদ অহিউদ্দিন বলেন, “দল এই পঞ্চায়েতে লিড পেয়েছে। রাজ্যে দলের সামগ্রিক ফলও খুব ভাল হয়েছে। তাই দলীয় কর্মী-সমর্থক ও অনুগামীদের জন্যই এই বিজয় মিছিলের আয়োজন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kankalitala Trinamool Congress TMC Victory rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE