ন্যাশনাল ডিজা়স্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফের ধাঁচে এবার রাজ্য পুলিশ প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি করছে পৃথক ‘স্টেট ডিজা়স্টার রেসপন্স ফোর্স’ বা এসডিআরএফ। ইতিমধ্যে ওই বাহিনী তৈরির জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে ভবানীভবনের তরফে। ওই ব্যাটালিয়নকে প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনও বিপর্যয় মোকাবিলা করার জন্য এবং উদ্ধার কাজ ও ত্রাণের জন্য মোতায়েন করা হবে রাজ্যের বিভিন্ন স্থানে। এর আগে দুর্যোগ কিংবা কোনও বিপর্যয় মোকাবিলায় রাজ্য সশস্ত্র পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন থেকে পুলিশকর্মীদের পাঠানো হত। নতুন ব্যাটালিয়ন তৈরি হয়ে গেলে তা শুধুমাত্র উদ্ধার এবং ত্রাণ কাজে নিয়োজিত থাকবে। পুলিশকর্তাদের আশা, এর ফলে কোথাও কোনও বিপর্যয় ঘটলে রাজ্য পুলিশের ওই বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে।
পুলিশ সূত্রের খবর, ওই নতুন ব্যাটালিয়নে থাকবে নয়টি কোম্পানি। যার অধীনে থাকবে ৭২ জনের আটটি করে দল। এসটিআরএফ-এর সদর দফতর করা হয়েছে ব্যারাকপুরে। রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে ওই বাহিনী কাজ করবে। বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা ঠিক করবেন নোডাল অফিসার এডিজি আইনশৃঙ্খলা। বাহিনীর রাজ্য কোঅর্ডিনেটর হয়েছেন রাজ্য সশস্ত্র পুলিশের ডিআইজি (ব্যারাকপুর)। ওই বাহিনীতে তিরিশ বছর বয়সী পুলিশকর্মীদের নিয়োগ করা হবে অন্য ব্যাটালিয়ন থেকে। নতুন এসডিআরএফ ব্যাটালিয়নে যাঁরা যোগ দেবেন তাঁদের দু’মাসের প্রশিক্ষণ দেওয়া হবে সদর দফতরে। এর পরে দু’সপ্তাহের প্রশিক্ষণ হবে এনডিআরএফে বা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কোনও কেন্দ্রীয় বাহিনীতে।
কী কী কাজ করবে ওই বাহিনী? রাজ্য পুলিশ সূত্রের খবর, যে কোনও দুর্যোগের আশঙ্কা থাকলে সেখানে আগাম ওই বাহিনীকে মোতায়েন করা হবে। ঘটনাস্থলে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সহায়তা করবে ওই বাহিনী। বন্যা, দুর্ঘটনা কিংবা বহুতল বা সেতু ভেঙে পড়লে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের কাজে হাত লাগাবেন ওই বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা সহায়তা করবেন রাজ্য পুলিশের ওই নতুন বাহিনীর সদস্যরা। এর জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)