বিধানসভার কার্যবিবরণীর নথি সম্বলিত কাগজ সোমবার থেকে ফের হাতে পাবেন বিজেপির বিধায়কেরা। বৃহস্পতিবার আগের নির্দেশ প্রত্যাহার করার কথা জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিজেপি বিধায়কেরা বিধানসভায় কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোয় ক্ষুব্ধ হন স্পিকার। তিনি মঙ্গলবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ না-দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় স্পিকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমরা বিজেপির বিধায়কেরা প্রতি দিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে কাগজ ছিঁড়ব।” স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে কক্ষত্যাগ করেন পদ্ম বিধায়কেরা।
স্পিকারের নির্দেশের পর বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হয়নি। বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে গিয়ে বলেন, “আমায় কোনও কাগজ দেওয়া হয়নি। কী ভাবে আমি এই পর্বে অংশ নেব?” সে কথা শুনে স্পিকার সোমবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ দেওয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত, সভার কার্যবিবরণীর কাগজ হাতে না-পেলে কোন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হচ্ছে, তা জানতে পারেন না বিধায়কেরা। সেই অসুবিধার কথাই স্পিকারের সামনে তুলে ধরেন বিজেপি বিধায়ক।