Advertisement
২৫ এপ্রিল ২০২৪
WBBSE

মাধ্যমিকের প্রশ্ন কাঠামো প্রকাশ

প্রসঙ্গত, আগামী বছরের মাধ্যমিকের সিলেবাস ৩০-৩৫ শতাংশ কাটছাঁট হওয়ায় বিষয়ভিত্তিক নম্বরের বিভাজন কেমন হবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিল অধিকাংশ পরীক্ষার্থীই।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০২:৫২
Share: Save:

সিলেবাস কমানোর দু’সপ্তাহ পরে অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক নম্বর বিভাজন বা প্রশ্ন কাঠামো সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল। বৃহস্পতিবার এই নির্দেশিকা প্রকাশ করে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, গোটা বিষয়টি পরীক্ষার্থীদের ভাল করে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী বছরের মাধ্যমিকের সিলেবাস ৩০-৩৫ শতাংশ কাটছাঁট হওয়ায় বিষয়ভিত্তিক নম্বরের বিভাজন কেমন হবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিল অধিকাংশ পরীক্ষার্থীই। অবশেষে প্রশ্ন কাঠামো তৈরি হওয়ায় খুশি তারা। যদিও কয়েকটি শিক্ষক সংগঠনের মতে, এই প্রশ্ন কাঠামো সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদ যদি প্রতিটি বিষয়ের মডেল প্রশ্নপত্র প্রকাশ করে, তা হলে পরীক্ষার্থীরা আরও ভাল করে প্রস্তুত হতে পারবে। বিশেষত এ বার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা না হওয়ায় মডেল প্রশ্নপত্র পেলে তাদের প্রস্তুতিতে অনেক সুবিধা হবে বলেই মনে করছে পরীক্ষার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WBBSE Madhyamik Question bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE