Advertisement
E-Paper

বনভোজন, শিক্ষাভ্রমণে নিগম ভাড়া দেবে বাস

চলতি বছরেই আস্ত ট্রেন ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। তাদের দেখানো রাস্তাতেই এ বার নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বাস ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ নিগম।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০৪:১৯

চলতি বছরেই আস্ত ট্রেন ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। তাদের দেখানো রাস্তাতেই এ বার নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বাস ভাড়া দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ নিগম। বাড়তি আয়ের তাগিদেই এই সিদ্ধান্ত।

বনভোজন, স্কুল-কলেজের শিক্ষামূলক ভ্রমণ, সামাজিক অনুষ্ঠানে নিগমের বাস ভাড়া নেওয়া যাবে। তবে রাজনৈতিক কর্মসূচিতে বাস ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ থাকছে। ওই ধরনের কর্মসূচিতে যাতে বাস ব্যবহৃত না-হয়, তা নিশ্চিত করতে কারা কেন বাস ভাড়া নিচ্ছেন, তা খতিয়ে দেখবেন নিগমের আধিকারিকেরা। এই নিয়ে নিয়মনীতি তৈরি করছে নিগম। শিক্ষাভ্রমণ বা সামাজিক কর্মসূচিরতে সরকারি বাস ভাড়া দেওয়া হত আগেও। তবে ওই বাস ভাড়া নেওয়ার জন্য আগ্রহীদের সশরীরে নিগমগুলিতে যোগাযোগ করতে হত। আগাম টাকা জমা দিয়ে বাস ভাড়া পাওয়ার প্রক্রিয়াও জটিল ছিল। “সব বাস সব দিন রুটে বেরোয় না। অব্যবহৃত বাস ভাড়া দিয়ে বাড়তি আয় করা গেলে নিগমের আর্থিক স্বাস্থ্যের উন্নতি হবে,’’ বলেন পরিবহণ দফতরের এক কর্তা। তিনি জানান, নিগমের ওয়েবসাইটে বাসের বিবরণ ছাড়াও ভাড়া হিসেব করার ‘ফেয়ার ক্যালকুলেটর’ থাকবে। পছন্দসই বাস বেছে কোন দিন কত ক্ষণ ভাড়া নেওয়া হবে, তা জানালে ভাড়ার অঙ্ক জানা যাবে। সেই অনুযায়ী ভাড়া মিটিয়ে দেওয়া যাবে অনলাইনেই।

‘ফুল ট্যারিফ রেট’ বা এফটিআর মেনেই ভাড়া ধার্য করা হবে। ভাড়া করার প্রক্রিয়া অনলাইনে শেষ হলেও কেন বাস নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন আধিকারিকেরা। কোনও কারণে ‘বুকিং’ বাতিল হলে অনলাইনে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকছে। তবে ভাড়ার বাস রাজ্যের বাইরে নিয়ে যাওয়া যাবে না।

Educational Tour WBSTC Bus Picnic Bus Service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy