Advertisement
২০ এপ্রিল ২০২৪

যোগ্যতা বিচার মুকুলেরও, বললেন দিলীপ

মুকুল নতুন দল গড়লে বা অন্য কোন দলে গেলে তাঁরা কী করবেন তা নিয়েও বেশ কিছুদিন থেকেই তৃণমূলের অন্দরে জল্পনা চলছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের মুকুল ঘনিষ্ঠ এক নেতার কথায়, ‘‘জলপাইগুড়িতে মুকুল রায়ের লোক অনেক রয়েছে৷ ফলে এতদিন কেন এমন পোস্টার পড়েনি সেটাই অবাক লাগছে৷’’

বৈঠক: জলপাইগুড়িতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

বৈঠক: জলপাইগুড়িতে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০৩:০৫
Share: Save:

মুকুল রায় কবে বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে কৌতুহল জিইয়ে রাখলেন৷ আদৌ তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা– সরাসরি সেই প্রশ্নেরও উত্তর দিলেন না৷ কিন্তু মুকুল রায়ের মত নেতা দলে যোগ দিলে আখেরে যে তাদের লাভ বৃহস্পতিবার জলপাইগুড়িতে সেটা পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বুধবারই জলপাইগুড়িতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ মুকুল রায় প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন করা হলেও ওইদিন তা এড়িয়ে গিয়েছিলেন তিনি৷

বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকের পর এ নিয়ে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘‘মুকুল রায় নিয়ে কৌতুহল আরও কিছুদিন থাকুক সেটাই আমরা চাই৷’’ কিন্তু কেন? তার অবশ্য কোনও উত্তর দিলীপবাবুর থেকে পাওয়া যায়নি৷ তাঁর কথায়, ‘‘মুকুল রায় কি করবেন সেটা তার ওপর নির্ভর করছে৷ তিনি বিজেপিতে যোগ দেবেন এমন কোনও ঘোষণাও করেননি৷ অথচ সংবাদ মাধ্যম তাঁকে ধাক্কা মেরে বিজেপিতে ঢুকিয়ে দিতে চাইছে৷’’ এরপরই তাৎপর্যপূর্ণভাবে দিলীপবাবু বলেন, ‘‘পুরনো পার্টি মুকুল রায়কে তাড়িয়ে দিয়েছে৷ বিভিন্ন পার্টির সঙ্গে উনি এখন কথা বলছেন৷ উনি যদি মনে করেন, বিজেপি যোগ্য পার্টি, তাহলে চলে আসুন৷ আমরাও তাঁর যোগ্যতা বিচার করব৷’’

এ দিকে বালুরঘাট, মালদহ, ও শিলিগুড়ির পর এ বার মুকুল রায়ের নামে ফ্লেক্স দেখা গেল জলপাইগুড়িতেও৷ উত্তরের বাকি জায়গাগুলিতে মুকুল রায়ের ফ্লেক্স লাগানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, কে বা কারা এর পেছনে রয়েছে৷ সেই জল্পনা রয়েছে জলপাইগুড়িতেও৷ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি দিনবাজারের সামনে প্রথম মুকুল রায়ের ফ্লেক্সটি নজরে আসে৷ খানিক্ষণের মধ্যেই দেখা যায় শহরের কদমতলা মোড় বা শান্তিপাড়া এলাকাতেও একই ধরণের ফ্লেক্স ঝুলছে৷ রাস্তা দিয়ে যাওয়া অনেক সাধারণ মানুষও সেই ফ্লেক্স দেখছেন৷ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় শাসক দল তৃণমূলের অন্দরে৷ কারণ মুকুল রায়ের সঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের নেতা কর্মীদের একটা অংশের সম্পর্কের কথা দলের প্রায় সকলেরই জানা৷ মুকুল নতুন দল গড়লে বা অন্য কোন দলে গেলে তাঁরা কী করবেন তা নিয়েও বেশ কিছুদিন থেকেই তৃণমূলের অন্দরে জল্পনা চলছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের মুকুল ঘনিষ্ঠ এক নেতার কথায়, ‘‘জলপাইগুড়িতে মুকুল রায়ের লোক অনেক রয়েছে৷ ফলে এতদিন কেন এমন পোস্টার পড়েনি সেটাই অবাক লাগছে৷’’

জলপাইগুড়িতেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূলের হাজার লোকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে৷ বহু বছর তারা একসঙ্গে পার্টি করেছেন৷ তারা এখনও তাকে চান৷ হয়তো তারাই ফ্লেক্স লাগাচ্ছেন৷’’ যদিও তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সাফ বলেন, ‘‘মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই বিজেপি এ ভাবে মুকুল রায়ের নামে পোস্টার লাগিয়ে চলছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE