Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Weather

পুজোর ক’দিন কলকাতা জুড়ে মাঝেমধ্যেই বৃষ্টির সম্ভাবনা

এ বছর পুজো বর্ষার সময় কালের মধ্যেই পড়ে গিয়েছে। প্রথম দিকে বৃষ্টির খামতি থাকলেও, শেষের বেলায় তা অনেকটাই পূরণ রয়েছে।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ছবি: এপি।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ১৬:৫৮
Share: Save:

চতুর্থীর সকাল থেকেই কলকাতার আকাশ রোদ-ঝলমলে। মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও বৃষ্টি হয়নি। কিন্তু দশমী পর্যন্ত এমন আবহাওয়া থাকবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবাহাওয়া দফতর। উল্টে, কিছুটা আশঙ্কার কথাই বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। নবমী এবং দশমীতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। ষষ্ঠী এবং সপ্তমী একেবারে বৃষ্টিহীন থাকবে, তা-ও নয়। এই দু’দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও দিনই এক নাগাড়ে বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রাও খুব একটা বাড়বে না। ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আপেক্ষিক আর্দ্রতাও বজায় থাকবে। আজ, বুধবার চতুর্থীতে আবহাওয়ার ভাল থাকায় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। সন্ধ্যার পর ভিড় আরও বাড়ার সম্ভাবনা। পুলিশের অনুমান, বৃষ্টির আশঙ্কায় চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত ভিড় ভালই হবে।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তা ক্রমশ দক্ষিণ থেকে উত্তরের দিকে সরছে। ফলে দক্ষিণের থেকে উত্তরের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে এখনই কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে না এ রাজ্যে। এখন বর্ষা বিদায়ের পালা। সাধারণত ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে এ রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। এ বছর পুজো বর্ষার সময় কালের মধ্যেই পড়ে গিয়েছে। প্রথম দিকে বৃষ্টির খামতি থাকলেও, শেষের বেলায় তা অনেকটাই পূরণ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ছোট ছোট ‘স্পেল’-এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ এবং ৮ অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।”

আরও পড়ুন: হাত-পায়ের শিরা কাটা! এক ভাই ঝুলছেন সিলিং থেকে, অন্য ভাইয়ের রক্তাক্ত দেহ মিলল বিছানায়!​

আরও পড়ুন: নিজের ফ্ল্যাটেই খুন ইসরোর বিজ্ঞানী, মাথায় ভারী আঘাতের চিহ্ন​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Rain Durga Puja 2019 Alipore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE