Advertisement
২২ মার্চ ২০২৩
Weather

উত্তরের কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টি, কমল তাপমাত্রার পারদ, দক্ষিণে আকাশের মুখভার

সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Picture of rain

রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১০:৩৪
Share: Save:

ভরা গ্রীষ্মকাল হলেও আবহাওয়ার গতিপ্রকৃতি যেন প্রাক্‌-বর্ষার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘলা আকাশ দেখা গিয়েছে।

Advertisement

আবহাওয়া দফতরের বুলেটিন জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার জেরে ওই এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার গভীর রাতে দুই দিনাজপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি নেমেছে। ভোর থেকেই কোচবিহারে বৃষ্টি কখনও ঝিরঝিরে কখনও বা মুষলধারে শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইছে। শনিবার রাত থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। ফলে উত্তরের জেলাগুলিতে আবার শীতের অনুভূতি হচ্ছে।

রবিবার সকালে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তরের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকাল থেকে বৃষ্টির দেখা নেই। সুন্দরবন এলাকায় হালকা রোদও উঠেছে। অন্য দিকে, শনিবার রাত পর্যন্ত পুরুলিয়ায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকালে আকাশ মেঘলা থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বৃষ্টির দেখা নেই। শনিবার রাতে বিক্ষিপ্ত কলকাতায় বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার।

Advertisement

আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দু’দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় রবিবার ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.