Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State news

বৃষ্টির চোখরাঙানি নেই, দোল উৎসবে ঝলমলে আকাশ

দোলের দিন সকাল থেকেই আকাশ ঝলমলে। সোমবার সারাদিন এ রকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দোলের দিন সকাল থেকেই আকাশ ঝলমলে। ছবি: সংগৃহীত।

দোলের দিন সকাল থেকেই আকাশ ঝলমলে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ১০:৪২
Share: Save:

বৃষ্টির চেখরাঙানি নেই, দিনের বেলায় গরমও খুব একটা মালুম হচ্ছে না। দোলের দিন সকাল থেকেই আকাশ ঝলমলে। সোমবার সারাদিন এ রকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত সপ্তাহ জুড়েই একনাগাড়ে রাজ্যে মেঘ-বৃষ্টির খেলা চলেছে। ফলে দোলের দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে খুবই চিন্তায় ছিলেন রাজ্যবাসী। তবে আজ দোল এবং আগামিকাল মঙ্গলবার হোলি এই দু’দিনই এ রকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলেই আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর।

অর্থাৎ আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী এক-দু’দিন তাপমাত্রাও খুব একটা বাড়বে না। তবে তারপর ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে।

আরও পড়ুন: দলের সৈনিকেই আস্থা মমতার, প্রার্থী বক্সীও

যে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে কয়েক দিন ধরে বৃষ্টি চলছিল, তা আপাতত কেটে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Weather Holi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE