Advertisement
০৪ মে ২০২৪
Big data

আগামীর প্রযুক্তি বিপ্লবে থাকবে তুমিও

আধুনিক প্রযুক্তির দুনিয়ায় কেরিয়ারের খোঁজ দেবে ওয়েবিনার।

এআই, এমএল, বিগ ডেটা এবং আইওটি-তে কেরিয়ারের হদিস জেনে নাও ১ সেপ্টেম্বর। ছবি: আরিফ হোসেন 

এআই, এমএল, বিগ ডেটা এবং আইওটি-তে কেরিয়ারের হদিস জেনে নাও ১ সেপ্টেম্বর। ছবি: আরিফ হোসেন 

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৬:৫২
Share: Save:

কোভিড-১৯ এর থাবা থেকে বিশ্বকে বাঁচাতে এক বড়সড় ভূমিকা নিতে পারে বিগ ডেটা। তাই এই ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইলে এটাই কিন্তু সঠিক সময়।

ডিজিটাল দুনিয়াই যদি হয় তোমার পছন্দের জগৎ, সাইন আপ করো টুমরোজ টেক ফর টুমরোজ কেরিয়ার্স: বিগ ডেটা, এআই, আইওটি অ্যান্ড এমএল ওয়েবিনারে।

এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে থাকছে এই আলোচনা।

কখন: ১ সেপ্টেম্বর, বিকেল ৩টে।

কী নিয়ে: প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে হালহদিস

যা থাকছে: ডেটা অ্যানালিসিস-এর প্রয়ো্গ ও ফলাফল, তার ধরন এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। জেনে নাও আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স (এআই)-এর ক্রমশ বাড়তে থাকা পরিধি এবং কৃত্রিম মানব বুদ্ধিমত্তার হাত ধরে প্রযুক্তির জগৎ আমূল পাল্টে যাওয়ার গল্প। শিখে নাও মেশিন লার্নিং(এমএল)-এর খুঁটিনাটি, সিস্টেম লার্নিং-এর কার্যকারিতা এবং তার নিজস্ব উন্নতির ক্ষমতা কতখানি। গুরুত্ব থাকবে ইন্টারনেট অফ থিংস (আইওটি)-এও। সুযোগ থাকবে কী ভাবে তার মাধ্যমে বিভিন্ন ব্যবস্থার মধ্যে ডেটা নেটওয়ার্কিং সম্ভব, তা বুঝে নেওয়ারও। ভবিষ্যতের প্রযুক্তির দুনিয়ায় কেরিয়ার গড়তে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বিশেষজ্ঞেরা।

বক্তা যাঁরা:

সুদীপ মজুমদার, বিশিষ্ট ইঞ্জিনিয়ারিং পরামর্শদাতা, ওর‍্যাকল কর্পোরেশন, মার্কিন যুক্তরাষ্ট্র- সিলিকন ভ্যালিতে টেকনোলজি এগজিকিউটিভ হিসেবে ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন। শিল্পক্ষেত্রে বিভিন্ন শাখার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে ধারণা তৈরি এবং আইওটি, এজ কম্পিউটিং, এআই/এমএল, রিয়েল টাইম ডিসিশনিং-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে ডিজিটাল জগতের রূপান্তর এবং উপার্জনের ক্ষেত্রে পথপ্রদর্শক তিনিই। যুক্ত রয়েছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টসিটি, বিমানবন্দর আধুনিকীকরণ, রেলে পণ্য পরিবহণ, স্মার্ট এগ্রিকালচারের মতো একগুচ্ছ প্রকল্পে। ইন্ডাস্ট্রিয়াল আইওটি কনসর্টিয়াম-এর প্রতিষ্ঠাতা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বডি-র সদস্য সুদীপ প্রযুক্তি স্টার্টআপে এঞ্জেল ইনভেস্টরও বটে। কলকাতা, সিলিকন ভ্যালি, টরন্টো, মেক্সিকো-র সিএমই, উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা, বিমান পরিবহণ ও বিমানবন্দর শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল আইওটি এবং এআই/এমএল নিয়ে কাজ করা স্টার্টআপগুলোকে সহায়তা দেন তিনি।

অধ্যাপক অজয়কমার রায়, ডিরেক্টর, জেআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুরের প্রাক্তন ডিরেক্টর; ১২টি মার্কিন পেটেন্টের সহ-আবিষ্কর্তা, যৌথ ভাবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন অ্যান্ড টেক্সাস ইন্সট্রুমেন্টেশন-এর সঙ্গে। বিজ্ঞান ও কারিগরি বিভাগে ২০১৭ সালে পদ্মশ্রীপ্রাপ্ত, ২০১৮ সালে ১৯তম ইঞ্জিনিয়ারিং কংগ্রেসে বিশিষ্ট ইঞ্জিনিয়ার সম্মান এবং ২০১৯-এ আইআইটি খড়্গপুরের বিশিষ্ট প্রাক্তনীর সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

নন্দন সেনগুপ্ত, কলেজ অ্যাম্বাস্যাডর ফর ইন্ডিয়া, কেমব্রিজ মার্কেটিং কলেজ, সোয়েভসে- বি২বি প্রযুক্তি, সলিউশন মার্কেটিং অ্যান্ড প্রোজেক্ট ম্যানেজমেন্টে কেরিয়ার শুরু করার পরে এখন বিশেষত স্ট্র্যাটেজি এবং ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে পরামর্শদানের কাজ করেন তিনি। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিসিস/এথিকস, ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড আইওটি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে পড়ুয়াদের পথ দেখাচ্ছেন শিক্ষাক্ষেত্রে। ২০০৪ সাল থেকে ইউকে প্রবাসী নন্দন মূলত পরামর্শদান, শিক্ষকতা এবং বিভিন্ন ভারত-ইউকে শিক্ষাপ্রকল্পে যুক্ত। ডিজিটাল ট্রান্সফর্মেশন ক্ষেত্রে ম্যাকাউটের পরামর্শদাতা এবং ইএসকে নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর পদেও রয়েছেন তিনি।

ডঃ অংশুমান ঘোষ, সিনিয়র ম্যানেজার, গ্র্যাব- প্রযুক্তি, মিডিয়া এবং রিটেল ক্ষেত্রে বিভিন্ন সংস্থার ডেটা সায়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজি লিডার হিসেবে ১১ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে গ্র্যাব-এর ডেটা সায়েন্স প্রোজেক্টের শীর্ষপদে রয়েছেন। এর আগে কাজ করেছেন ডিজনি (স্টার টিভি), টার্গেট, উইপ্রো এবং স্পাইস-এ। আইআইটিগুলোতে ভিজিটিং অধ্যাপক হিসেবেও যান তিনি।

অধ্যাপক অরুণকুমার রায়, ডিরেক্টর, স্কুল অফ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)- শিক্ষকতা ও গবেষণায় ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা। আইইইই সিগন্যাল প্রসেসিং, আইইটি-র সক্রিয় সদস্য এবং আইএসটিই-র আজীবন সদস্যপদে রয়েছেন তিনি। তাঁর পছন্দের গবেষণা ক্ষেত্র ইমেজ প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক।

চরণপ্রীত সিংহ, প্রতিষ্ঠাতা ডিরেক্টর, প্র‍্যাক্সিস বিজনেস স্কুল ফাউন্ডেশন- কর্পোরেট দুনিয়ায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে ক্রায়োজেনিক্স, স্টিল এবং আন্তর্জাতিক বাণিজ্যে। পরামর্শদান এবং তথ্যপ্রযুক্তির কাজ করেছেন ব্রিটিশ অক্সিজেন, টাটা স্টিল,পিডব্লিউসি এবং হিউলেট প্যাকার্ডের মতো সংস্থায়। নিজের সংস্থা প্র‍্যাক্সিস তৈরি করেছিলেন শিল্পোদ্যোগীদের প্রযুক্তি-নির্ভর জগতের সঙ্গে তাল মেলানোর উপযোগী করে তোলার উদ্দেশ্য নিয়ে। লোওয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল এবং বিভিন্ন আইআইএমে শিক্ষকতাও করেছেন তিনি।

উপস্থিতির শংসাপত্র: সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। টুমরোজ টেক ফর টুমরোজ কেরিয়ার্স: বিগ ডেটা, এআই, আইওটি অ্যান্ড এমএল ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

সিরিজের অন্য ওয়েবিনারগুলিতে নিখরচায় রেজিস্টার করা যাবে এখানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Big Data AI ML CampusToCareer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE