নারদ-কাণ্ডে মন্ত্রী,বিধায়কদের গ্রেফতার নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে রাজ্য বিধানসভার টানাপড়েন অব্যাহত। সোমবার বিধানসভা সচিবালয়কে চিঠি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই বিধানসভার সচিবালয় থেকে পাল্টা চিঠি পাঠানো হয়েছে ইডি-র বিধাননগরের দফতরে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য চিঠি পাওয়া বা পাল্টা চিঠি দেওয়া প্রসঙ্গে মুখ খুলতে চাননি। তিনি বলেছেন, ‘‘আমি আশা করব, তাঁরা আমাদের ডাকে সা়ড়া দিয়ে যথা সময়ে হাজির হবেন।’’ সূত্রের খবর, চিঠিতে ইডি জানিয়েছে বিধায়কদের বিরুদ্ধে যে পদক্ষেপই তারা করেছে, তা আইন মেনেই। প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর সিবিআইয়ের ডিএসপি সত্যেন্দ্র সিংহ ও ইডি-র রথীন বিশ্বাসকে হাজিরার চিঠি পাঠিয়ে বিধানসভায় তলব করেন স্পিকার। বুধবার বেলা ১টায় বিধানসভায় আসতে বলা হয়েছে সিবিআই ও ইডির আধিকারিকদের।