বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) প্রস্তুতি নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাচ্ছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও)। সিইও দফতর সূত্রে খবর, কিছু কাজ বাকি থাকার জন্য রিপোর্ট পাঠানো যায়নি। দু’এক দিনের মধ্যে রিপোর্ট পাঠানো হবে।
গত ২২ অগস্ট বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে বিহার বাদে বাকি সব রাজ্যের সিইও-কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। চিঠি এসেছিল রাজ্যের সিইও দফতরেও। শুক্রবার বিকেল ৫টার মধ্যে প্রস্তুতির বিষয়ে সিইও-দের রিপোর্ট চাওয়া হয়েছিল। কারণ হিসাবে কমিশন জানিয়েছিল, অগস্ট মাসেই এসআইআর-এর প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। সিইওদের ওই রিপোর্টে জানাতে হবে কোথায় কোথায় ইআরও এবং বিএলও শূন্যপদ রয়েছে। জানাতে হবে সেখানে দ্রুত নিয়োগ করা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, এই নিয়ে কোথাও কোনও সমস্যা রয়েছে কি না। প্রসঙ্গত, গত ৫ অগস্টও নিবিড় সমীক্ষার প্রস্তুতি জানতে চেয়ে সিইওদের কাছে চিঠি পাঠিয়েছিল নির্বাচন সদন।
অন্য দিকে, ভোটার বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় ১৪ হাজার বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বুথ বিন্যাসের বিষয়ে অবহিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সর্বদল বৈঠক করল রাজ্যের সিইও-এর দফতর। সিইও দফতর সূত্রে খবর, কোথায় কোথায় বুথ (ভোটগ্রহণ কেন্দ্র) হতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলি অভিযোগ লিখিত আকারে জমা দিতে পারবে। সেই অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।