কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে পশ্চিমবঙ্গের ভুল মানচিত্র! নীতি আয়োগ প্রকাশিত ওই রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্রই বদলে দেওয়া হয়েছে! যেখানে বাংলার মানচিত্রকে চিহ্নিত করার কথা, সেখানে দেখানো হয়েছে বিহারকে। এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল মানচিত্র প্রকাশের ঘটনায় এ বার নীতি আয়োগকে চিঠি পাঠালেন তিনি।
নীতি আয়োগের ওয়েবসাইটে ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে চার পাতার একটি নথি রয়েছে। সেই রিপোর্টটি নিয়েই বিতর্ক। পশ্চিমবঙ্গ সংক্রান্ত ওই রিপোর্টের প্রচ্ছদে ভারতের মানচিত্রে বিহারকে চিহ্নিত করা আছে। নীতি আয়োগের মতো দেশের প্রথম সারির একটি সরকারি প্রতিষ্ঠানের এমন ভুলকে কোনও সাধারণ ত্রুটি হিসাবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
বুধবার নীতি আয়োগের সহ-সভাপতি সুমন কে বেরিকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠানের সরকারি নথিতে এমন একটি গুরুতর ভুল শুধুমাত্র কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়। এর ফলে পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে। নীতি আয়োগের সরকারি নথিতে এই ধরনের সাংঘাতিক ভুল মনোযোগ এবং রাজ্যগুলির প্রতি সম্মানের অভাবকেই প্রতিফলিত করে।”
এই ঘটনার নিন্দা জানিয়ে নীতি আয়োগের থেকে ব্যাখ্যা চেয়েছেন মমতা। মানচিত্রে পশ্চিমবঙ্গকে দেখানোর বদলে কেন বিহারকে দেখানো হল, তা নিয়ে নীতি আয়োগকে দ্রুত ক্ষমা চেয়ে রিপোর্টটি সংশোধন করার জন্য বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। এমন ভুলের ফলে সঙ্গত কারণেই নীতি আয়োগের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগ প্রকাশিত বিভিন্ন রিপোর্টের মান এবং সেগুলি কতটা নির্ভুল এবং গ্রহণযোগ্য, তা নিয়েও সন্দেহ জাগে বলে চিঠিতে লিখেছেন মমতা।
আরও পড়ুন:
সম্প্রতি বিজেপিশাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। তাঁদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেককে বাংলাদেশি সন্দেহে পাকড়াও করে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হয়েছিল। পরে আবার রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। শুধুমাত্র নিজেদের মাতৃভাষা বাংলায় কথা বলার জন্যই ওই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাগুলি নিয়ে সম্প্রতি ওড়িশা সরকারকে চিঠিও পাঠিয়েছে নবান্ন। এ বার মানচিত্রে পশ্চিমবঙ্গের বদলে বিহারকে দেখানোর ঘটনায় মমতা চিঠি পাঠালেন নীতি আয়োগকে। ওই ঘটনার জন্য নীতি আয়োগকে ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিতে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।