অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি পেল। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এ কথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এর ফলে প্রায় দু’লক্ষ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান। কৃষকদের জন্যও থাকছে ১০০ কোটি টাকার তহবিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই এই বাজেট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আর কী কী প্রকল্প ঘোষণা করা হল এই বাজেটে দেখে নিন:
• ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্য ৫০ কোটির তহবিল।
• নোট বাতিলে কর্মহীন কারিগরদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি। ৫০ হাজার কারিগরকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।
• রেজিস্ট্রেশন ফি-র উপর ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের সৈকতে উঠে এল প্রায় ৪০০ তিমি! ইতিমধ্যেই মৃত ২৫০
• ১৩ লক্ষ ২৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে বলে দাবি করলেন অর্থমন্ত্রী।
• ভ্যাট মুক্ত পরিবেশ গড়তে নিয়ে আসা হচ্ছে সোলার ওয়াটার হিটার, বায়ো ডিজেল।
• শালপাতা, টেরাকোটা, কেরোসিন স্টোভ, হেয়ার ব্যান্ড, ক্লিপ ভ্যাট মুক্ত পণ্যের আওতায়।
• শিক্ষা সেস এবং গ্রামীণ কর্মসংস্থানে সেস মকুব।