Advertisement
E-Paper

রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, বলল বিজেপি

আদালতের ধমক সত্ত্বেও বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কা করেই এই অনুমতি দেওয়া হয়নি বলেই জানিয়েছে তারা। শনিবার রাতে রাজ্য বিজেপিকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, বিজেপি যদি শুধু সভা করতে চায় তা হলে অনুমতি দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ২২:২৭
বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য।

বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য।

আদালতের ধমক সত্ত্বেও বিজেপির রথযাত্রায় অনুমতি দিল না রাজ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কা করেই এই অনুমতি দেওয়া হয়নি বলেই জানিয়েছে তারা। শনিবার রাতে রাজ্য বিজেপিকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, বিজেপি যদি শুধু সভা করতে চায় তা হলে অনুমতি দেওয়া হবে। তবে তার জন্য ফের আবেদন করতে হবে। রাজ্যের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই যাত্রা আটকানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য যে সাম্প্রদায়িক হিংসার প্রশ্ন তুলেছে তা ভিত্তিহীন। এর আগেও অনেকগুলো রথযাত্রা হয়েছে। কিন্তু কোথাও কোনও সাম্প্রদায়িক হিংসা ছড়ায়নি বা শান্তি বিঘ্নিত হয়নি। মমতার অঙ্গুলিহেলনেই এ সব হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই এ বিষয়ে জানিয়েছে রাজ্য বিজেপি। সেখান থেকে নির্দেশ আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতাপবাবু। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও চিঠির বিষয়টি জানানো হয়েছে।

বিজেপি সূত্রের খবর, এ দিন রাত সাড়ে ৮টা নাগাদ তাদের রাজ্য দফতরে চিঠিটি ফ্যাক্স করে রাজ্য সরকার। তিন পাতার চিঠিতে বলা হয়েছে, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, যাত্রা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো ‘উগ্র’ হিন্দুত্ববাদী সংগঠন যাত্রায় অংশ নিয়ে উত্তেজনা তৈরি করতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে বিজেপির দাবি, তাদের যাত্রা ‘রাজনৈতিক’। রথযাত্রা নয়, তারা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ করতে চায়। এর সঙ্গে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: পাশ-ফেল নিয়ে কেন্দ্র চুপ কেন, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে খুনের ছক, মহারাষ্ট্রের লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা দিল বনগাঁ আদালত

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আদালতের দরজা খোলা আছে। প্রয়োজনে আমরা আইন অমান্য করব। গ্রেফতার হব। কিন্তু যাত্রা হবেই।’’ অন্য দিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও বলেন, “আদালতে গিয়ে হোক বা মানুষের দরবারে গিয়ে, যাত্রা আমরা করবই।”

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)

Ratha Yatra BJP West Bengal Government Amit Shah Narendra Modi Mamata Banerjee Dilip Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy