Advertisement
১৮ মে ২০২৪

ভাঙড়ে শনাক্ত দুই, বলল রাজ্য

জমি আন্দোলনকে ঘিরে ভাঙড়ে কারা গুলি চালিয়েছিল, তাদের শনাক্ত করে গ্রেফতার করা যায়নি কেন, সেই প্রশ্ন তুলে পুলিশকে তুলোধোনা করেছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সরকার আদালতে দাবি করেছে, যারা ওখানে গুলি চালিয়েছিল, তাদের দু’জনকে চিহ্নিত করা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৩:৫৫
Share: Save:

জমি আন্দোলনকে ঘিরে ভাঙড়ে কারা গুলি চালিয়েছিল, তাদের শনাক্ত করে গ্রেফতার করা যায়নি কেন, সেই প্রশ্ন তুলে পুলিশকে তুলোধোনা করেছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সরকার আদালতে দাবি করেছে, যারা ওখানে গুলি চালিয়েছিল, তাদের দু’জনকে চিহ্নিত করা গিয়েছে।

অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এ দিন বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে বলেন, ‘‘ভাঙড়ে গুলি চালানোর ঘটনায় সিআইডি দু’জনকে চিহ্নিত করেছে। তবে তদন্তের স্বার্থেই তাদের নাম এখন জানানো যাচ্ছে না। ভাঙড়ের গোলমালের ঘটনায় একটি সূত্র এখনও মিলছে না। সেই সূত্র মিললেই তদন্তে সাফল্য আসবে।’’

১৭ জানুয়ারি ভাঙড়ে বিদ্যুৎ গ্রিডের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে পুলিশ-জনতা সংঘর্ষ হয়। গুলিতে দুই যুবকের মৃত্যু হয়। নিহত এক যুবকের পরিবার মামলা করেছে হাইকোর্টে। ২৬ এপ্রিলের শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, পুলিশের উপস্থিতিতে যদি গুলি চলে, পুলিশ আততায়ীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারবে না কেন? প্রশ্নের উত্তর জানতে সিআইডি-র এডিজি রাজেশ কুমারকে আদালতে তলব করেন বিচারপতি। এডিজি এ দিন হাজির হলে ফের ওই প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর মন্তব্য, ‘‘এখনও পর্যন্ত অন্তঃসারশূন্য তদন্ত হয়েছে। পুলিশ স্পষ্ট কিছু জানাতে পারছে না। আমি কাজের কাজ চাইছি।’’

বিচারপতির নির্দেশ, গরমের ছুটির পরে সিআইডি-কে রিপোর্ট দিয়ে জানাতে হবে, কাদের চিহ্নিত করে কী ব্যবস্থা নেওয়া হল। তবে সিআইডি-র এডিজি-কে আর আদালতে হাজির থাকতে হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC High Court State Government Bhangar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE