বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার খসড়া নিয়ে এ বার নতুন মাত্রা নিল নবান্ন-রাজভবন সঙ্ঘাত। সাংবিধানিক বিধি মেনে সরকারের তৈরি করে দেওয়া ভাষণের খসড়া আগামী ২ জুলাই বিধানসভায় পড়ার বিষয়ে সোমবার প্রকাশ্যে অনীহা জানিয়েছেন রাজ্যপাল। কারণ, তাঁর অভিযোগ রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত ভাষণের খসড়ায় যা লেখা রয়েছে, তা সত্য নয়।
রাজ্যপাল সোমবার বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে ফিরেই ২ জুলাই বিধানসভায় ভাষণের খসড়া পাই। খসড়া পড়ে দেখি, যা লেখা আছে তা বাস্তব নয়। ভাষণের খসড়া নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি। যা নিয়ে আমরা আশঙ্কা, তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এটাই রাজ্যপালের কাজ। চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে মুখ্যমন্ত্রীর ফোন আসে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য মন্ত্রিসভা খসড়া অনুমোদন করেছে।’’