Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রূপান্তরকামীদের জন্য নয়া বোর্ড

রূপান্তরকামীদের সমস্যা সমাধানে সক্রিয় হল রাজ্য সরকার। এই প্রথম তাঁদের জন্য আলাদা বোর্ড গঠন করল সরকার। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট রোর্ডের উদ্বোধন করলেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

বোর্ডের লোগো উদ্বোধন করছেন মন্ত্রী শশী পাঁজা। —নিজস্ব চিত্র।

বোর্ডের লোগো উদ্বোধন করছেন মন্ত্রী শশী পাঁজা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৭:২৮
Share: Save:

রূপান্তরকামীদের সমস্যা সমাধানে সক্রিয় হল রাজ্য সরকার। এই প্রথম তাঁদের জন্য আলাদা বোর্ড গঠন করল সরকার। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট রোর্ডের উদ্বোধন করলেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি রূপান্তরকামীদের উদ্দেশে গঠিত বোর্ডের চেয়ারম্যানও।

এ দিন তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বোর্ড গঠন করা হয়েছে। ১৩ জন সদস্য নিয়ে এই বোর্ডটি গঠিত হয়েছে। রাজ্যে রূপান্তরকামীর সংখ্যা ৩০ হাজারেরও বেশি। শিক্ষা, চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। তাঁরা যাতে এই সমস্ত ক্ষেত্রে সঠিক সুগোয পান তার জন্যই এই বোর্ড। তাঁদেরকে দেওয়া হবে ভোটার কার্ডও। পাশাপাশি তাঁদের প্রতি সচেতনতা বাড়াতে জেলায় জেলায় ওয়ার্কশপও করা হবে বলে তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE