স্বাস্থ্যে ‘আয়ুষ্মান ভারত’ বা কৃষকদের জন্য ‘পিএম কিসান সম্মান নিধি’র মতো কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গ শরিক হবে কি না, তা নিয়ে টানাপড়েনে ছেদ পড়েনি। ব্যতিক্রম প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সব রাজ্যকে হারিয়ে পশ্চিমবঙ্গই ‘ফার্স্ট বয়’।
এখন পর্যন্ত গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশ জুড়ে তৈরি হয়েছে ৯০,৪৯,৫০৭টি বাড়ি। ১৩,৬৯,১০৬টি বাড়ি তৈরি করে পশ্চিমবঙ্গই প্রথম। সদ্য ক্ষমতার পালাবদল হয়েছে যেখানে, সেই মধ্যপ্রদেশ দ্বিতীয়। তৃতীয় স্থানে যোগীর উত্তরপ্রদেশ। প্রথম দশেই নেই নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত!
এক দিনেই অবশ্য প্রথম হয়নি পশ্চিমবঙ্গ। গ্রামাঞ্চলে ছাদ জোটানোর কাজে ধাপে ধাপে এগিয়েছে এই রাজ্য। গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০১৭-১৮ সালে তৈরি হয়েছে ৪৪.৫৪ লক্ষ বাড়ি। সেখানেও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল বাংলা। ২,৮৭,৬০৫টি বাড়ি তৈরি করে উত্তরপ্রদেশ প্রথম। দ্বিতীয় মধ্যপ্রদেশ। ২,১৮,৯৪০টি বাড়ি তৈরি করে বাংলা তৃতীয় স্থানে। চতুর্থ আর পঞ্চম স্থানে ছিল যথাক্রমে ছত্তীসগঢ় আর ওড়িশা।