ত্রাণের দাবিকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্য ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পাল্টা ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বাদুড়িয়া থানার ওসি-সহ ৪ পুলিশকর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছেছেন এসডিপিও। চলছে বাড়ি বাড়ি তল্লাশি। যদিও প্রশাসনের দাবি, ওই এলাকায় গণবন্টনের কোনও সমস্যা নেই।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাগুনিয়া এলাকায়। এ দিন সকাল থেকে সেখানকার বাসিন্দাদের একাংশ খোলাপোতা-বাদুড়িয়া সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, লকডাউনের মধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়া হয়েছে। কিন্তু বার বার আবেদন সত্ত্বেও তাঁদের এলাকায় কোনো ত্রাণ পৌঁছয়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, পুলিশ এসেই তাঁদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি লাঠি চালাতে শুরু করে। তার পরেই শুরু হয়ে যায় গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ। পুলিশের সঙ্গে ছিলেন কয়েক জন সিভিক ও ভিলেজ পুলিশ। উত্তেজিত জনগণ পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করেন।