Advertisement
০১ মে ২০২৪

রাজ্যপাল যাচ্ছেন আজ, নেট নিষিদ্ধই

আসানসোলের কিছু এলাকায় পরিস্থিতি অবশ্য শুক্রবারেও স্বাভাবিক হয়নি। নেট পরিষেবার উপরে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও আসানসোল শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৩:৪৯
Share: Save:

তিনি দুর্গাপুর যেতে চেয়েছিলেন বৃহস্পতিবার। নিরাপত্তার কথা বলে তাতে সায় দেয়নি নবান্ন। তার দু’দিনের মাথায় আজ, শনিবার সারা দিনের জন্য আসানসোল-রানিগঞ্জ সফরে আসছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবন সূত্রের খবর, আসানসোলে পৌঁছে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পরে যাবেন ‘অশান্ত’ কোনও এক এলাকায়। যাবেন রানিগঞ্জেও।

আসানসোলের কিছু এলাকায় পরিস্থিতি অবশ্য শুক্রবারেও স্বাভাবিক হয়নি। নেট পরিষেবার উপরে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় যেখানে গোলমাল বেধেছিল, সেই রেলপাড়ে বহিরাগত রয়েছে কি না, এ দিন খোঁজ নেয় পুলিশ। বহিরাগতের দেখা মিললে পরিচয়পত্র দেখা হয়। অভিযানের সময়ে এলাকার মহিলাদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে বিক্ষোভ দেখান। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পরিস্থিতি মাথায় রেখে হনুমান জয়ন্তী উপলক্ষে আজ, শনিবার শোভাযাত্রা হবে না বলে জানিয়েছে আখড়া কমিটিগুলি। তবে ঝাড়খণ্ড থেকে ফি বছরই শোভাযাত্রা ঢোকে কুলটি, কল্যাণেশ্বরীর মতো সীমানা লাগোয়া এলাকায়। এ বার সেগুলির উপরেও কড়া নজর রাখবে পুলিশ। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, ‘‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।’’ শহরের ভিতরেও এ দিন অনেক জায়গায় শিবির করছে পুলিশ। এ দিন আসানসোল বাজারের একাংশ খুলেছে। তুলনায় বেশি বাস পথে নেমেছিল। তবে যাত্রী হাতে গোনা।

ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় অনলাইনে আয়কর জমা দেওয়া নিয়ে ধন্দে অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Keshari Nath Tripathi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE