বিচারপতি নিয়োগ এবং বকেয়া মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তির দাবিতে আইনজীবীদের টানা কর্মবিরতি চলছে কলকাতা হাইকোর্টে। সেই বিষয়েই মঙ্গলবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোস্যাইটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী আইনজীবীদের অনুরোধ করেছেন, হাইকোর্টে নতুন পাঁচ বিচারপতি নিয়োগে সম্মতি মিলেছে। এই অবস্থায় কর্মবিরতি তুলে নেওয়া উচিত। আইনজীবীদের প্রতিনিধিরা বলেছেন, নতুন বিচারপতি পাওয়া গেলে কাজ শুরু করতে তাঁদের আপত্তি নেই। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিরতি চলার পরে আইনজীবীরা কাজ শুরু করবেন বলে হাইকোর্ট সূত্রের খবর।