Advertisement
১১ মে ২০২৪

অমিয় পাত্রের বাড়িতে হামলার প্রতিবাদে পথে সূর্য

সূর্যকান্তবাবু বলেন, “গণতন্ত্র রক্ষা ও মানুষের বাঁচার অধিকার সুনিশ্চিত করতে বৃহত্তর লড়াইয়ে নেমেছি আমরা। অমিয় পাত্রের বাড়ি ভেঙে সেই লড়াই থামাতে পারবেন না।”

অমিয় পাত্রের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে। তালড্যাংরায়। নিজস্ব চিত্র

অমিয় পাত্রের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে। তালড্যাংরায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তালড্যাংরা শেষ আপডেট: ০৬ মে ২০১৮ ০১:১৮
Share: Save:

পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। অথচ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের বাড়িতে হামলার ঘটনায় তালড্যাংরা থানার পুলিশ এক জনকেও গ্রেফতার করতে পারেনি। শনিবার এর প্রতিবাদে তালড্যাংরায় প্রতিবাদ মিছিল ও সভা করল বামফ্রন্ট। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, অমিয়বাবু-সহ বামফ্রন্টের জেলা নেতৃত্ব।

সূর্যকান্তবাবু বলেন, “গণতন্ত্র রক্ষা ও মানুষের বাঁচার অধিকার সুনিশ্চিত করতে বৃহত্তর লড়াইয়ে নেমেছি আমরা। অমিয় পাত্রের বাড়ি ভেঙে সেই লড়াই থামাতে পারবেন না।” শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে সূর্যকান্তবাবু বলেন, “এ বারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের পাঁচ জন খুন হয়েছেন। যারা উন্নয়নের নামে ব্লক অফিস, এসডিও অফিসে দখল নিচ্ছে, তাদের তৃণমূলই খুন করছে। তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে এই লাল ঝান্ডার তলাতেই আপনাকে আসতে হবে।” অমিয়বাবু দাবি করেন, “তৃণমূল নেতা শিক্ষকের ভূমিকায় দাঁড়িয়ে থেকে তাঁদের ছাত্রদের দিয়ে আমার বাড়ি ভাঙচুর করিয়েছেন। আমার বাড়ি তো ফের গড়া যাবে, তবে যে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ওই শিক্ষকেরা, তা আর গড়া যাবে?’’

গত শনিবার তালড্যাংরায় অমিয়বাবুর বাড়িতে জনা ষাট দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। বারান্দার কাচ-সহ জিমের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরেরও অভিযোগ ওঠে। বাড়ির ভিতরেও ভাঙচুর হয়। রাতেই অমিয়বাবু থানায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মী-সহকয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

ওই রাতেই এক ব্যক্তি নিজেকে সিপিএম কর্মী দাবি করে ঘটনাটিকে ওই দলের প্রার্থী বাছাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন। তিনি অমিয়বাবুর বিরুদ্ধেই দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন। সিপিএমের অভিযোগ, হামলার দায় এড়াতে তৃণমূলই কৌশল করে ওই ব্যক্তিকে সিপিএম কর্মী সাজিয়ে অভিযোগ করিয়েছে। যদিও তৃণমূলের তরফে ওই অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিয়বাবুর বাড়িতে হামলার ঘটনায় কেউ গ্রেফতার হননি। বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরার সংক্ষিপ্ত মন্তব্য, “ঘটনার তদন্ত চলছে।”

অমিয়বাবুর বাড়িতে হামলা চালানোর ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় এ দিন বামফ্রন্টের মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠতে শোনা গিয়েছে। অমিয়বাবু এ দিন অভিযোগ করেন, “তৃণমূলের দলদাসে পরিণত হওয়া এ রাজ্যের পুলিশ দোষীদের যে গ্রেফতার করবে না, সেটা আমরা জানতাম।” এ দিন বিকেলে সূর্যবাবু হিড়বাঁধের মলিয়ানে নির্বাচনী সভা করেন।

তালড্যাংরায় শুধু মাত্র জেলা পরিষদের একটি আসনেই প্রার্থী দিতে পেরেছে সিপিএম। তাই দীর্ঘদিন পরে এ দিন তালড্যাংরায় মিছিল করতে পেরে স্বস্তি পেয়েছেন সিপিএম নেতৃত্ব। তাঁদের দাবি, সাড়ে তিন হাজার মানুষ মিছিলে ছিলেন। পুলিশের দাবি, ভিড় মেরেকেটে আটশো জনের। আর জেলা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর দাবি, “গোটা জেলা থেকে লোক এনেও তাঁরা পথসভা ভরাতে পারেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE