বেআইনি অর্থ লগ্নি সংস্থার মামলার তদন্তভার সুপ্রিম কোর্ট সিবিআইকে দেওয়ার সাত মাস আগে দুর্গাপুরে রোজ ভ্যালি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। রাজ্য পুলিশ মামলা হস্তান্তরের সময়ে ওই মামলার কথা জানায়নি বলে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামায় অভিযোগ করেছে সিবিআই।
সিবিআইয়ের লিখিত অভিযোগের মূল তির, বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর অন্যতম প্রধান রাজীব কুমারের বিরুদ্ধে। অভিযোগ, রোজ ভ্যালিকে আড়াল করতেই ওই মামলার কথা সিবিআইকে জানানো হয়নি। ঘনিষ্ঠ মহলে অবশ্য রাজীব জানিয়েছেন, তিনি সেই সময়ে বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন। ফলে, দুর্গাপুরে দায়ের হওয়া মামলা সম্পর্কে তাঁর জানার কথা ছিল না।
সিবিআইয়ের যুক্তি, তারা সেই সময়ে ওই মামলার কথা জানলে কলকাতাতেই রোজ ভ্যালি নিয়ে তদন্ত শুরু করতে পারত। এ রাজ্যে রোজ ভ্যালি নিয়ে অভিযোগ না পেয়ে শেষে ভুবনেশ্বর থেকে ওই মামলার তদন্ত শুরু করতে হয়েছে। সিবিআই পরে দুর্গাপুরে করা ওই অভিযোগের কথা জানতে পারে। হলফনামায় সিবিআই জানিয়েছে, দুর্গাপুরে ২০১৩ সালের ৪ অক্টোবর ওই অভিযোগ দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্ট অর্থ লগ্নি সংস্থার মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল, ২০১৪ সালের ৯ মে।