কোন সময়ে কত ভোট পড়ছে, টেক্সট মেসেজের মাধ্যমেই তা পৌঁছে যায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে। আবার বুথে কেমন ভোট চলছে, তা দেখার জন্য রয়েছে ওয়েব কাস্টিং। অর্থাৎ বুথের ভোট সরাসরি দেখতে পান দায়িত্বপ্রাপ্তেরা। এই দুইয়ের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন মোবাইল নেটওয়ার্কের। অথচ রাজ্যের সব বুথে মোবাইল নেটওয়ার্ক সমান ভাবে কার্যকর নয়। রাজ্যের ভোট-মানচিত্রের মধ্যে রয়েছে ‘শ্যাডো জ়োন’-ও। সমস্যা মেটাতে এ বার পদক্ষেপ করতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতরের কর্তারা।
‘শ্যাডো জ়োন’ মানে সেই সব বুথ, যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। রাজ্যের ৭৮,৭৯৯টি বুথের মধ্যে প্রায় দু’হাজার ‘ইন্টারনেট শ্যাডো জ়োন’ এবং প্রায় দেড় হাজার ‘ভয়েস শ্যাডো জ়োন’ রয়েছে। শ্যাডো জ়োনের সমস্যা মেটাতে আজ, বৃহস্পতিবার চারটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে রাজ্যের সিইও আরিজ আফতাব-সহ পদস্থ কর্তাদের বৈঠক করার কথা। তবে সিইও দফতর সূত্রের খবর, ইতিমধ্যে ভয়েস শ্যাডো জ়োনের সংখ্যা পাঁচশোর মতো কমেছে। এক পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, একটি এলাকায় নেটওয়ার্ক ঠিক করার ব্যবস্থা হয়েছে। তাতে ৫০০ বুথে শ্যাডো জ়োনের সমস্যা মিটেছে। গত ডিসেম্বরে এ বিষয়ে সংস্থাগুলির সঙ্গে বৈঠক হয়েছিল সিইও-র। শ্যাডো জ়োনের বিষয়টি নিয়ে জেলাশাসকেরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে সুরাহার আশ্বাসও দেওয়া হয়েছে। পাহাড়ের পাশাপাশি সুন্দরবন এবং জঙ্গলমহলের কিছু অংশে শ্যাডো জ়োনের সংখ্যা বেশি। আজকের বৈঠকে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তরফে কী কী জানানো হয়, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে সিইও-র দফতর।