Advertisement
E-Paper

জামিন পেয়েছেন বলেই নির্দোষ নন, সুদীপ প্রসঙ্গে বিরোধীরা

রোজ ভ্যালি কাণ্ডে অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের প্রভাবশালীর তত্ত্বকে খারিজ করে এবং মূলত সুদীপের অসুস্থার কারণে শুক্রবার শর্তসাপেক্ষে জামিন দিল ওড়িশা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১৯:০০

রোজ ভ্যালি কাণ্ডে অবশেষে জামিন পেলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের প্রভাবশালীর তত্ত্বকে খারিজ করে এবং মূলত সুদীপের অসুস্থার কারণে শুক্রবার শর্তসাপেক্ষে জামিন দিল ওড়িশা হাইকোর্ট। তবে সুদীপের এই জামিনে অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই। তারা এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে।

আরও পড়ুন: প্রভাবশালী তত্ত্ব খারিজ, শর্তাধীন জামিন সুদীপের

সুদীপ জামিন পেলেন, তাপস এখনও আঁধারেই

সুদীপের জামিন নিয়ে কে কী বললেন:

মমতা বন্দ্যোপাধ্যায়: সুদীপ জামিন পেয়েছেন। খুশির খবর। অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিলেন। ওঁর শরীরটা একদম শেষ করে দিয়েছে। এখন ক’দিন বিশ্রাম নিক।

অধীর চৌধুরী: সুদীপবাবু আমাদের বহরমপুরের লোক। আদি বাড়ি বহরমপুরে। লোকসভার দীর্ঘদিনের সহকর্মী। অসুস্থ ছিলেন। অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। এতে ব্যক্তিগত ভাবে খুশি। কিন্তু মনে রাখতে হবে জামিন পেয়ে গিয়েছেন বলে তিনি নির্দোষ হয়ে গেলেন না। কিন্তু তিনি যে টাকা তুলেছিলেন সেটা তৃণমূলের পার্টি ফান্ডে জমা পড়েছিল। পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে বোঝা যাচ্ছে তিনি সুদীপের মতো অনেক নেতাকেই এ ভাবে টাকা তোলার কাজে ব্যবহার করতেন। তা হলে দুর্নীতির মামলায় সে দলের নেত্রীকেও ধরা হোক।

সুজন চক্রবর্তী: সুদীপ জামিন পেয়েছেন। বিচার বিভাগের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। সেই অনুযায়ী কাজ চলছে। কিন্তু জামিন পেয়েছেন বলে তিনি নির্দোষ হয়ে গেলেন না। মোদীভাই-দিদিভাইয়ের যদি কোনও সেটিং থেকে থাকে, বিচারের জন্য রাস্তায় লড়াই চলবে।

দিলীপ ঘোষ: গ্রেফতার করলে রাজনৈতিক প্রতিহিংসা, আর ছাড়া পেলে সমঝোতা! যাঁরা সমঝো‌তার কথা বলছেন তার মানে তাঁদের আদালতের উপর আস্থা নেই। এগুলো সত্য নয়। আইন আইনের কাজ করছে। আর সিবিআই তাদের কাজ করছে। যথাসময়ে দোষীরা শাস্তি পাবে।

Rose Valley Sudip Bandyopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy